শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ড হেরেছে এটা মানছেন না বাটলার

স্পোর্টস ডেস্ক : অনেক রূপকথার জন্ম দিয়ে ৪৪ বছরের পর শিরোপার আক্ষেপ মুছালো ইংল্যান্ড। নির্ধারিত ওভারে ফলাফল না হওয়ায় সুপার ওভারে গড়িয়েছিলো এবারের বিশ্বকাপের নিউজিল্যান্ড ও ইংল্যান্ড মধ্যকার ফাইনাল ম্যাচ। কিন্তু সেখানেও কোনো ফলাফল না হওয়ায় বাউন্ডারিতে এগিয়ে থাকায় ক্রিকেটের জনক ইংলিশরা শিরোপা খরা মুছেন। যদিও সেটা থেকে বঞ্চিত হন টানা দুইবার রানার্সআপ হওয়া দল নিউজিল্যান্ড। তবে কিউইদ দল হারেনি, বললেন ইংলিশ দলের উইকেটরক্ষক জশ বাটলার।

দীর্ঘ ২৭ বছর ফাইনালে উত্তীর্ণ হয়েছিল ইংল্যান্ড। এর আগেও তিনবার উঠেছিলো বটে; কিন্তু কোনোবারই শিরোপার দেখা পায়নি তারা। চতুর্থবারের এসে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করে ইংল্যান্ড।

হারিয়ে বললে আসলে ভুল হবে। নিউজিল্যান্ড তো ফাইনালে হারেইনি। নির্ধারিত ৫০ ওভার খেলার পর ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপার ওভারে। সেটাও হয় টাই। রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ পর্যন্ত ইংল্যান্ড জয় পায় বাউন্ডারি বেশি হাঁকানোর কারণে। ম্যাচ ও সুপার ওভার দুই জায়গায়ই সমান রান করেও হেরে যায় কিউইরা।

নিউজিল্যান্ড হেরেছে, এমন কথা বলতে নারাজ ইংল্যান্ডের ব্যাটসম্যান জশ বাটলারও। তিনি বলেন, ‘এই ম্যাচে কোনো দলেরই হার প্রাপ্য নয়। এমন অসাধারণ ম্যাচের কৃতিত্ব নিউজিল্যান্ডেরও। তাদের হারটা প্রাপ্য নয়।’

বিশ্বকাপ ইতিহাসেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিলো সুপার ওভার। যেখানেও হয়েছে টাই। আর এই পুরো ঘটনার অংশ জশ বাটলারও। সুপার ওভারের শেষ বলে তিনিই রানআউট করেছেন মার্টিন গাপটিলকে। ম্যাচের পরও সে ঘোর কাটেনি তার। এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না ওই ঘটনা।

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় এটা অনেকেরেই দেখা ক্রিকেট ইতিহাসের সেরা ম্যাচগুলোর একটি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। শেষদিকের কিছু বাউন্ডারিই আমাদের শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে সহায়তা করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়