শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সাবেক অধিনায়ক ধোনির নেতৃত্বে খেলতে চান সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : ভারতের সফল অধিনায়ক ছিলেন উইকেটরক্ষক মাহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে দুইটি শিরোপা জিতেছিলো ভারত। বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ধোনির আদর্শ বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফাউদ্দিনেরও। ধোনির নেতৃত্বে খেলতেও চান বাংলাদেশি এই অলরাউন্ডার। বিশ্বকাপ ফাইনালের আগের দিন কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনির প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন সাইফউদ্দিন।

তিনি বলেন, ‘ধোনি কেন অধিনায়ক হিসেবে এত সফল, তা জানার চেষ্টা করতাম ছোটবেলা থেকেই। বুঝতাম, উইকেটের পিছনে দাঁড়িয়ে আঙুল ও হাতের মাধ্যমে বোলারকে কিছু একটা নির্দেশ দেন। ভারতের বিরুদ্ধে ব্যাট করার সময় প্রত্যেক বলের আগে এক বার করে ধোনির দিকে তাকাতাম। লক্ষ্য করতাম হাত দিয়ে ঠিক কি ইশারা দিচ্ছেন তিনি!’

ছোটবেলা থেকেই ধোনির অধিনায়কত্ব দেখে কিছু ধরতে পারলেন কি না সাইফউদ্দিন, এমন প্রশ্নের জবাবে আনন্দবাজারকে তিনি বলেন, ‘অবশ্যই। হার্দিক বল করার সময় ধোনিকে দেখছিলাম বারবার বুকে হাত দিচ্ছে। তার পরের বলটিই বাউন্সার করছে হার্দিক। তখনই বুঝলাম, এটা বাউন্সারের নির্দেশ। কখনও দেখছিলাম বুমরাকে পায়ের দিকে আঙুল দেখাচ্ছে। পরের বলেই ইয়র্কার ধেয়ে আসছে। এ ভাবেই একাধিক ইঙ্গিত দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করে ধোনি।’

ধোনি খেলেন ভারতের জাতীয় দলে, অন্যদিকে সাইফউদ্দিন খেলেন বাংলাদেশের হয়ে। আইপিএল ছাড়া অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও ধোনিকে দেখা যায় না। বাংলাদেশের এই তরুণের যদি ধোনির নেতৃত্বে খেলতে হয়, তাহলে সুযোগ পেতে হবে আইপিএলে। আর তা যদি সত্যিই হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন সাইফউদ্দিনই। আর যদি ধোনির দল চেন্নাইয়ে সম্ভব না হয়, তাহলে আইপিএলে তিনি খেলতে চান প্রিয় শহর কলকাতার হয়ে।

সাইফউদ্দিন আরও বলেন, ‘সব চেয়ে খুশি হব ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পেলে। তা না হলে আমার প্রিয় শহর কলকাতার হয়ে খেলতে চাই। সাকিব ভাইয়ের মতোই ওপার বাংলার ভালবাসাও কুড়িয়ে নিতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়