শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ স্থানেই ফিরলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ শুরু করেছিলো স্বাগতিক দল ইংল্যান্ড। কিন্তু আসর চলাকালে এই স্থান দখল করে নেয় ভারত। কিন্তু বিশ্বকাপ শিরোপা জয়ে সেই মুকুটও ফিরে পায় ইংলিশরা সঙ্গে আরো দুই পয়েন্ট পেয়েছে ইয়ন মরগানের দল। বর্তমানে ১২৫ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

এর আগে গত জুন মাসে বিশ্বকাপ চলাকালীন সময়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছিল ভারত। তবে কোহলিরা প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এবং দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জয় পাওয়ায় পুনরায় শীর্ষে উঠে আসে মরগান বাহিনী।

এদিকে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট বাড়লেও এক পয়েন্ট করে কমেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের। কিউইদের বর্তমান রেটিং পয়েন্ট ১১২ এবং অস্ট্রেলিয়ার ১১১। তবে পয়েন্ট কমলেও অবস্থার পরিবর্তন হয়নি দুই দলের। তিনে নিউজিল্যান্ড এবং চারে রয়েছে অস্ট্রেলিয়া।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের পাঁচ এবং ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। হতাশার একটি বিশ্বকাপ শেষে প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১১০। আর সরফরাজ আহমেদের পাকিস্তানের পয়েন্ট ৯৭।

৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান বাংলাদেশের। বিশ্বকাপ চলাকালীন সময়ে একবার আট নম্বরে নেমে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর আবারো সাতে উঠে আসে মাশরাফিরা।

বাংলাদেশের পর আট, নয় এবং দশ নম্বরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৭৯ এবং ক্যারিবিয়ানদের ৭৭। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয়ের মুখ না দেখা আফগানিস্তানের পয়েন্ট মাত্র ৫৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়