শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরশাদের মরদেহ রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে

ইউসুফ বাচ্চু :  রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ৪৬৮ হেলিকপ্টার এরশাদের মরদেহ নিয়ে রংপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

হেলিকপ্টারের রয়েছেন জিএম কাদের, হুসেইন মুহম্মদ এরশাদ এর ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু।

বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা শেষে তার কফিন হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হবে। বাদ আসর বাংলাদেশ সেনাবাহিনীর কবরস্থানের তাকে সমাহিত করা হবে।

গতকাল বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপিসহ বিপুলসংখ্যক লোক অংশগ্রহণ করেন।

দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এরশাদের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয়। পার্টির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রয়াত এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এর আগে সকাল দশটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজধানীর বনানীর কার্যালয়ে মরহুম এরশাদের জন্য শোক বই খোলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়