শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর সবচেয়ে বেশি অমানবিক ও নৃশংসতার শিকার রোহিঙ্গা শিশুরা

নুরুজ্জামান লাবু : পৃথিবীর সবচেয়ে বেশি অমানবিক ও নৃশংসতার শিকার রোহিঙ্গা শিশুরা। কিন্তু ওদের হাসিমুখটা দেখেন, কী নিষ্পাপ হাসি ওদের। সামান্য পাঁচ টাকা দামের চকো, চানাচুর, লিচি আর ডাল ভাজা কিনে দিয়েছিলাম। তাতেই কি খুশি ওরা... আহা কি অমলিন হাসি... শিশুদের সঙ্গে আমার খাতির হয়ে যায় দ্রুত। তা সেটা যেখানেই হোক। ১২ জুলাই যখন কাজ শেষে রোহিঙ্গাদের সতেরো নং ক্যাম্পের একটি দোকানে এসে বসি, সেখানেই পরিচয় ছোট্ট ইয়াসমিনের সঙ্গে। ফুটফুটে ও চটপটে মেয়েটিকে একটা লিচির প্যাকেট কিনে দিলাম। তারপর একে একে আরও এলো জনা বিশেক শিশু। সবাইকে কিনে দিলাম, যে যেটা খেতে চায়। ওরা আনন্দে উচ্ছ্বাসে আমার ঘাড়ে কোলে এসে লাফিয়ে পড়ছিলো।

... যখন সকালে একই পথে ট্রেইনিং করাতে যাচ্ছিলাম তখন একটা শিশু আমাকে দেখে। সে দৌড়ে গিয়ে খবর দেয় ইয়াসমীনকে। অনেকদূর চলে যাওয়ার পর দেখি পেছন থেকে কেউ স্যার, স্যার বলে ডাকছে। পেছন ফিরে দেখি ইয়াসমীন, সঙ্গে আরও কয়েকজন। আপ্লুত আমি ওদের বুঝিয়ে ফেরত পাঠালাম। ফেরার সময়ে অন্যদিকে কাজ থাকলেও ওই পথে ফিরে ইয়াসমীন এবং তার সঙ্গীদের সঙ্গে সুন্দর সময় কাটলো। যে যেটা খেতে চেয়েছে খাইয়েছি। আজ ছিলো ওরা ত্রিশজন। অদ্ভুত একটা অনুভূতি হলো আজ। ফিরে আসার সময় যখন ওরা টাটা দিচ্ছিলো সত্যিই মনটা খারাপ হয়ে গেলো। আহা জীবন...! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়