শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০১৯, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর জলাবদ্ধতা নিয়ে সিটি করপোরেশন ও ওয়াসার পাল্টাপাল্টি অভিযোগ

আরিফা রাখি: রাজধানীতে বৃষ্টি মানেই জলাবদ্ধতা। বৃষ্টি বেশি হোক বা মাঝারি, জলাবদ্ধতা হবেই। আর জলাবদ্ধতা মানেই চরম ভোগান্তি। ছোট বড় সব রাস্তায় হাঁটু পানি জমে যায়। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি হলেই জলাবদ্ধতার মূল কারণ পুরো রাজধানী জুড়ে খোঁড়াখুঁড়ি আর ড্রেনেজ ব্যবস্থার সংস্কার। এর সঙ্গে কাজের সমন্বয় না থাকাও বড় কারণ। রাস্তায় জনসাধারণের ভোগান্তি চোখে পড়ার মতো।

এদিকে, দুই জোনের সিনিয়র কর্মকর্তারা উভয়পক্ষ একে অন্যকে দোষারোপ করছেন। এর ফল ভুগতে হচ্ছে নগরবাসীকে। জলাবদ্ধতার কারণে অফিস থেকে বাসায় ফেরার পথে বেকায়দায় পড়ে রাজধানীবাসী। ফলে ঘরমুখী মানুষের দুর্ভোগের শেষ নেই। জলাবদ্ধতার কারণে কমে যায় যানবাহনের গতি। অনেক জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শুক্রবার রাজধানীর শান্তিনগর, মালিবাগ, আগারগাঁও, মিরপুর, যাত্রাবাড়ীসহ বেশকিছু এলাকা ও মহাসড়কে বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

এই সম্পর্কে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম ওয়াসাকে অভিযোগ করে বলেন, বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার। তাদের ড্রেন কিংবা সংযোগ ড্রেনের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি গিয়ে পড়ে আমাদের সংযোগ ড্রেনগুলোতে।

আমাদের ড্রেনগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি ঢাকা ওয়াসার ড্রেনগুলোর অবস্থা খারাপ। তিনি বলেন, তারা বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার করা পর আবর্জনা সিমেন্টের ব্যাগে ময়লা জমা করে রাখছে। তাদের ড্রেনের কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা হয়, আমরা তার একটা তালিকা করে ঢাকা ওয়াসাকে দিয়েছি। ঢাকা ওয়াসার ড্রেনের কারণে ঢাকা দক্ষিণ সিটির করপোরেশন (ডিএসসিসি) বিভিন্ন এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়। বার বার তাগিদ দেয়া সত্ত্বেও ওয়াসা কোন ব্যবস্থা নেয়নি।

অপরদিকে ওয়াসার টেকনিক্যাল ডিরেক্টর শহীদ উদ্দিন বলেন, ১০০ বছরের বৃষ্টিপাতের পেটার্নের উপর নির্ভর করে পাইপলাইন ডিজাইন করা হয়। ঘন্টায় ২০-২৫ মিঃ মিঃ বৃষ্টি হলে কোথাও পানি জমে না। যদি ঘন্টায় ৫০-৬০ মিঃ মিঃ হলে তখন পানি জমে। নদীর পানি যখন লেভেল ৪ এর নিচে থাকে তখন পানি জমে না। অতি বৃষ্টির ফলে নদীর পানি বেড়ে যায় যার কারণে বৃষ্টির পানি নামতে সময় লাগে। পয়োঃনিষ্কাশনের বিষয়ে তিনি বলেন, বৃষ্টির আগেই রাজধানীর ড্রেনগুলো পরিষ্কার করা হয়। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বৃষ্টির পানি নামার জন্য ব্যবস্থা করতে হবে। সিটি কর্পোরেশন তাদের লাইনগুলো সঠিকভাবে ক্লিয়ার করে না। তাদের লাইনগুলো ময়লা দিয়ে ভরাট হয়ে থাকে। তারা সেগুলো সঠিকভাবে পরিষ্কার করছেনা যার ফলে পানি নামার ব্যবস্থা ব্যহত হয় এবং অল্প বৃষ্টিতে বিভিন্ন যায়গায় পানি জমে যায়।

রাজধানীর মিরপুরের বাসিন্দা হাসান আরিফ বৃষ্টিতে আটকা পড়ে গেছেন।বৃষ্টিতে রাস্তায় জমেছে হাঁটু পানি। জলাবদ্ধতার বিড়ম্বনায় পড়ে তিনি জানালেন, মেইন রোডে হাটুঁ পানি জমে গেছে। কীভাবে যাব। জুতা হাতে নিয়ে ময়লা পানি পেরিয়ে যাব ভাবছিলাম। কিন্ত যে গর্ত, তাতে ভয় হয়।
বৃষ্টির দিনে বৃষ্টি হবে। এটাই স্বাভাবিক। কিন্তু পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, জরাজীর্ণ রাস্তার সংস্কার না হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে সামান্য বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে চরম জনদুর্ভোগ দেখা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়