শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ এশিয়ায় বন্যা, ভারতে ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষ, চীনে ২২ জনের মৃত্যু

নুর নাহার : ভারতে চীনে বন্যা পরিস্থিতির অবণতি হয়েছে। ভারতের আসামে অন্তত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। এদিকে জুন থেকে চলা বন্যায় চীনের জিয়াংশি প্রদেশে ২২ জনের মৃত্যু হয়েছে। ইনডিপেনডেন্ট টিভি ১৫:০০

টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধানসিঁড়ি, পুটিমারীর মতো গুরুত্বপূর্ণ নদী পানি। বাড়তে শুরু করেছে গঙ্গার পানিও। এমন পরিস্থিতিতে আগামী কয়েক দিন ভারত বৃষ্টির পূর্বাভাসে আসাম, অরুণারচল, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন আবহাওয়া বিভাগ।

আসামে ১৭টি জেলার ৭৪৯টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ১৬ হাজার ৩৭০ হেক্টর ফসলি জমি। জরুরি উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে কাজুরঙ্গা ন্যাশনাল পার্ক। ক্ষয়ক্ষতি এড়াতে পার্কের পশুদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সুনাওল। ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় শিবির।

লাগাতার বৃষ্টিতে পাহাড়ে ধসের কারণে বিপর্যস্ত সিলিগুড়ি গ্যাংকট যোগাযোগ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধস এবং বন্যা পরিস্থিতির জন্য বিপদে পড়েছেন অসংখ্য পর্যটক। অনেকেই আটকা পড়েছে গ্যাংকটসহ সিকিমের বিভিন্ন শহরে।

এদিকে বন্যা পরিস্থিতির অবণতি হয়েছে চীনেও। জুন থেকে চলা বন্যায় জিয়াংশি প্রদেশে ক্ষতিগ্রস্ত ৭০ লাখ মানুষ। সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬ লাখ মানুষকে। সরকারি হিসেবে এ পর্যন্ত বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২শ কোটি ডলারের বেশি।

প্রদেশের ২৯ নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরো অবণতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়