শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির কাছে ছুটির আবেদপত্র জমা দিলেন লিটন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ শেষ করে ফুরফুরে মেজাজ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল। এরপরেই শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলবে টাইগার। কিন্তু গুঞ্জন উঠছিলো শ্রীলঙ্কা সফরে থাকবেননা ব্যাটসম্যান লিটন দাস। বিয়ের ব্যস্ততার কারণে বিসিবির কাছে আবেদপত্র জমা দিয়ে ব্যাপারটি পরিস্কার করলেন লিটন দাস। বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তিনি ছুটির আবেদন করছেন এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে লম্বা সময়ের জন্য দেশ ছাড়ার প্রায় দুই সপ্তাহ আগে আশীর্বাদ সম্পন্ন করে গিয়েছিলেন লিটন। তখনই জানা গিয়েছিল বিয়ের মূল আয়োজন হবে জুলাইয়ে। বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ জুলাই। আগামী ৫ আগস্ট পর্যন্ত ছুটির আবেদন করেছেন লিটন।

আগামী ২৬ জুলাই শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শেষ হবে ৩১ জুলাই। অর্থাৎ, এই সিরিজে খেলতে পারছেন না লিটন। বিশ্বকাপে ৫ ইনিংসে ৪৬ গড়ে ১৮৪ রান সংগ্রহ করেছেন লিটন। স্ট্রাইকরেটটাও দুর্দান্ত, ১১০.১৮। যার মধ্যে রয়েছে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতান ৬৯ বলে অপরাজিত ৯৪ রানের ঝলমলে ইনিংস।

প্রসঙ্গত, সোমবার (৮ জুন) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কর্তৃক প্রকাশিত সূচিতে জানা গেছে, সফরের উদ্দেশে আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। এক সপ্তাহেরও বেশি সময়ের এই সফরে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়