শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোর্ডের সাথে দূরত্ব ও হুট সিদ্ধান্ত পরিবর্তনের প্রবণতা রোড্সের বরখাস্তের কারণ, জানালেন পাপন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ শেষ করে দল দেশে ফেরার পরই রোড্সকে বরখাস্ত করার কথা উঠে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা হঠাৎ করে এটি মেনে নিতে না পারলেও শেষ পর্যন্ত বিসিবি সভাপতি পরিষ্কার করলেন বিষয়টি। বোর্ডের সাথে দূরত্ব ও সিদ্ধান্ত পরিবর্তনের প্রবণতার কারণেই চাকরিচ্যুত হয়েছেন তিনি।

টিম মিটিংয়ে নির্ধারিত দল বদলে রোডস চোট আক্রান্ত ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন, এমনটি উল্লেখ করে পাপন বলেন, ‘ইঞ্জুরড প্লেয়ার রাত সাড়ে এগারোটায় বলছে সে হাত নাড়াতে পারছে না। পরদিন সকালে দেখি সেই ইঞ্জুরড প্লেয়ারই খেলছে। তিনটা ইঞ্জুরড প্লেয়ার খেলছে, আর যাদের খেলার কথা তারা নেই। এগুলো এর আগে কখনো দেখিনি। এটাই প্রথম বিষয়- না বলে দল পরিবর্তন করে ফেলা। মিটিং করে দল ঠিক করে মাঠের নামার পর যদি দেখি অন্য দল এটা তো দলের জন্যও অস্বস্তিকর ব্যাপার।’

বোর্ড সভাপতির দাবি— ছুটি মঞ্জুরের ক্ষেত্রেও রোডসের হস্তক্ষেপ ছিল যা সম্পর্কে জানতেন না বোর্ডের কর্তারাও। তিনি বলেন, ‘আমি এসেছি বাংলাদেশ থেকে ওদের সাথে দেখা করতে। এখন তাদের ছুটিটা দিল কে? কীভাবে ছুটি মিলল? ওরা (রোডস) এরকমই। এটা একেকজনের স্টাইল। ভারত আর পাকিস্তানের ম্যাচের আগে পাঁচদিন ছুটি! তারপর ওরা বার্মিংহামেই (ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের ভেন্যু) ছিল না, যেখানে এই দুটি খেলা!

তিনি আরও বলেন, ‘এর আগে আমরা আয়ারল্যান্ড থেকে এসে প্র্যাকটিস ম্যাচ খেলেছি এত টাকা খরচ করে। বলছি না এগুলো (কোচের এমন স্বেচ্ছাচারী আচরণ) খারাপ, কিন্তু আমরা এসবে অভ্যস্ত না। তারা যে স্টাইল বলছে সেটা হতে পারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জন্য প্রযোজ্য। আমাদের জন্য মনে করি আরও একটু জেনেশুনে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। হঠাৎ নেওয়া তার এসব সিদ্ধান্তে আমার মনে হয়েছে তার সাথে আমাদের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে।’

নাজমুল হাসান পাপনের অভিমত, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এভাবে ছুটি কাটানোতে অভ্যস্ত নন বাংলাদেশের ক্রিকেটাররাও। বিশেষ করে এমন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাঁচদিন খেলোয়াড়দের অনুশীলনের বাইরে রাখার বিষয়টি অবাকই করেছে তাকে। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রাই তো এতে অভ্যস্ত না। সামনে ভারত-পাকিস্তানের সাথে খেলা আর এর আগে পাঁচদিনের ছুটি!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়