শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মাসেতু নিয়ে গুজবকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, বললেন ওবায়দুল কাদের

আবুল বাশার নূরু: `পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ বলে যারা গুজব ছড়িয়েছেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা রিভিউ ও নির্মাণকাজ তদারকিতে পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী গুজবকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। তাদের খুব দ্রুত খুঁজে বের করা হবে। গোয়েন্দা সংস্থার সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছে। তিনি বলেন, ‘পদ্মাসেতু নিয়ে সারাদেশে আতঙ্ক ছড়ানোর পাঁয়তারা চলছে। কীভাবে এমন একটা অবাস্তব ও অবৈজ্ঞানিক বিষয়কে সামনে আনা হলো, আমাদের বোধগম্য নয়। যারা এসব করেছেন, তারা অবশ্যই বিচারের আওতায় আসবেন।
সেতুমন্ত্রী বলেন, মূল পদ্মাসেতুর অগ্রগতি ৮১ শতাংশ। আর গোটা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ। পদ্মাসেতুর পাইলিং আর একটি বাকি আছে।
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে চলতি বছরের ডিসেম্বর মাসে প্রকল্পের মূল কাজ শুরু হবে। প্রায় ৩০৪ কোটি টাকার চুক্তি অনুসারে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে স্পেনের টেকনিকা ওয়াই প্রোয়েকটস ও বাংলাদেশের ডিওএইচডব্লিউএ-ডিডিসি কোম্পানি কাজ করবে।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়