শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত, প্রকৌশলী সাময়িক বরখাস্ত; তদন্তে কমিটি

আহমেদ শাহেদ : রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছীতে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুতির ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারি নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

এছাড়া ঘটনা তদন্তে বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূষলধারে বৃষ্টির কারণে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছীর পশ্চিমে দিঘলকান্দি ঢালানের কাছে এসব বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের টেলিযোগাযোগ ও সংকেত শাখার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তেলবাহী বগিগুলো লাইনে তুলতে অনেক সময় লাগবে। এ কারণে বুধবার রাতের ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেসসহ সকল ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। রাতের ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকেটের মূল্য ফেরত প্রদান করা হচ্ছে। অন্যদিকে তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ার পরপরই ঘটনাস্থলে নিরাপত্তার জন্য অবস্থান নিয়েছে র‌্যাব সদস্যরা।

জানা গেছে, তেলবাহী ওই ট্রেনটি ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে হলিদাগাছিতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছেছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়