শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনে ফুলেল সংবর্ধিত সর্বইউরোপিযান আওয়ামী লীগের সভাপতি এম .নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার মাদ্রিদ বিমানবন্দরে সংবর্ধিত হয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। গতকাল এই দুই শীর্ষ নেতা মাদ্রিদ বিমান বন্দরে এসে পৌঁছালে স্পেন আওয়ামী লীগের পক্ষ থেকে বিপুলভাবে তাঁদেরকে সম্বর্ধনা জানানো হয় | এ সময় তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইউরোপের প্রতিটি দেশে নিজেদের মধ্যে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান | এম. নজরুল ইসলাম ও মজিবুর রহমান
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পরীক্ষিত ও তৃণমূল পর্যায় থেকে উঠে আসা নেতাকর্মীদের নিয়েই দলের কার্যক্রম এগিয়ে নিতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন |

ভিয়েনা থেকে এম. নজরুল ইসলাম ও প্যারিশ থেকে মজিবুর রহমান গত নয় জুলাই বিকাল সাড়ে চারটায় মাদ্রিদ এসে পৌঁছালে স্পেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সংগঠনের নেতা কর্মীরা তাঁদেরকে স্বাগত জানান |স্পেন আওয়ামী লীগের দীর্ঘদিনের বিরোধ অবসানের লক্ষ্যে আগামী 10 জুলাই সাংগঠনিক সফরের কর্মসূচি হিসেবে মাদ্রিদ একটি পাঁচ তারকা হোটেলে সকল পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে একটি মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
ইতিমধ্যে এই সভাকে কেন্দ্র করে মাদ্রিদ এর আশপাশের শহর ছাড়াও বাণিজ্যিক নগরী বার্সেলোনা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এসে পৌঁছেছেন | মাদ্রিদ বিমানবন্দরে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানান স্পেন আওয়ামী লীগের সিনিয়র নেতা এ,এস,আই রবিন ,আক্তার হুসেন আতা ,দুলাল সাফা ,রিজভী আলম ,আব্দুর রহমান, একরামুজ্জামান কিরণ ,আব্দুল কাইয়ুম সেলিম ,শ্যামল তালুকদার ,জহিরুল ইসলাম নয়ন ,বুরহান উদ্দিন ,বদরুল মাস্টার ,দবির তালুকদার তালুকদার ,তামিন চৌধুরি ,আজম খান ,ইফতেখার আলম ,জালাল হোসেন ,আবুল কালাম ,এনামুল ইসলাম খান ফারুক পাভেল ,আব্দুল আজিজ ,খালেদ আহমদ ,বাবলা চৌধুরী, এস এম গোলাম কিবরিয়া, জাঙ্গীর মাহমুদ, রফিক খান প্রমুখ।

স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে স্পেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হচ্ছে এইজন্য তারা ভীষণ আনন্দিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়