শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ স্টিভ রোডস ও কোর্টনি ওয়ালশকে ছেড়ে দিচ্ছে বিসিবি

এল আর বাদল : বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ইংল্যান্ডের স্টিভ রোডস আর পেস বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালসকে বিদায় করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসেই স্টিভ রোডসের সঙ্গে বিসিবির চুক্তি শেষ। তার সঙ্গে নতুন চুক্তি করবে না বোর্ড। ফলে আগামী শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে দেখা যাবে না স্টিভ রোডসকে। স্থানীয় কোচের অধীনে মাশরাফিরা শ্রীলঙ্কা সফর করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস আজ এ তথ্য জানিয়েছেন।

২০১৬ সালের আগস্টে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অতি গুরুত্বপ‚র্ণ এই বিভাগটিতে খুব একটা উন্নতি দেখাতে পারেননি কোর্টনি ওয়ালশ। ছন্নছাড়া লাইন লেংথ ও অতি হিসেবি হয়ে ওঠায় প্রায় প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টেই মাশরাফি, মুস্তাফিজদের বোলিং সমালোচিত হয়েছে। শিষ্যদের এই ধারাবাহিকতা বজায় ছিল চলতি বিশ্বকাপেও।

সঙ্গত কারণেই হয়তো এই ক্যারিবীয়ান কিংবদন্তি পেসারকে কোচের পদে রাখা সমীচিন মনে করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। আগামী ২২ জুলাই বিসিবি সভায় তার বিদায়ের চূড়ান্ত ঘোষণা আসার কথা রয়েছে। তাছাড়া বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্তই। তবে সিদ্ধান্ত এলেও এ মাসেই তাকে বিদায় দেওয়া হচ্ছে না। চলতি মাসে শ্রীলঙ্কা সফর শেষে ওয়ালশকে বিদায় জানিয়ে দেওয়া হতে পারে।

কোর্টনির পাশাপাশি বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে হেড কোচ স্টিভ রোডস ও স্পিন কোচ সুনিল যোশিরও। বিসিবি সূত্রে জানা গেছে, স্টিভ রোডস অতি ভদ্র এবং কোনো সিদ্ধান্ত ভুল হলেও তার প্রতিবাদ তিনি করেন না। এই নিশ্চুপ আচরণই তার কাল হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া দলের পরিকল্পনায়ও তিনি খুব একটা সম্পৃক্ত থাকেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়