শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারীতে ব্রাজিলিয়ান স্বাদের গোলে বসুন্ধরার জয়

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার লিগ ফুটবলে থামানোই যাচ্ছে না প্রথমবারের মতো খেলতে আসা বসুন্ধরা কিংসকে। নিজেদের দাপট দেখানোর দিনে আজ বিজেএমসির বিরুদ্ধেও জয় পেয়েছে। যে জয়ে ছিলো নজরকাড়া ব্রাজিলিয়ান স্বাদের গোল। প্রথম পর্বের খেলায় নোয়াখালী থেকে বিজেএমসি’র সাথে গোল শূন্য ড্র করে ফিরেছিল বসুন্ধরাঅ কিংসকে।

এখন পর্যন্ত এটিই বিপিএলে কিংসের একমাত্র ব্যর্থতা। তবে এবার আর ভুল করেনি তারা। লিগের ২০তম রাউন্ডের খেলায় বিজেএমসি’কে ২-০ হারিয়েছে নিজেদের ‘আনবিটেন স্ট্রিক’ ধরে রেখেছে অস্কার ব্রুজেনের শিষ্যরা।

রোববার বিকালে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শুরু থেকেই নিয়ন্ত্রন ছিলো কিংসের খেলোয়াড়দের কাছে। ভারী মাঠে বল পজিশন ধরে রেখে বার বার আক্রমনে উঠে কলিন্ড্রেস-মার্কোস’রা। ম্যাচের ২৭তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বখলিয়ার শট নিলে তা বারে লেগে বেরিয়ে যায়। তবে এর পরপরই ভিন্ন দিক থেকে নেয়া কলিন্ড্রেসের কর্নারে হেড দিয়ে গোল করেন নুরুল নাঈম ফয়সাল। এতে প্রথমার্ধেই ১-০ গোলের লিড পায় তারা।

দ্বিতীয়ার্ধেও ভারী মাঠে স্বাভাবিক ফুটবল খেলতে পারছিলো না কোন দলই। কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কলিন্ড্রেস-মতিন-মার্কোস’রা। পরবর্তীতে ৮১ মিনিটের সময় ব্যবধান দ্বিগুন করে বসুন্ধরা কিংস। বক্সের বাহিরে থেকে তিনজন ডিফেন্ডারকে ড্রিবল করে গোলরক্ষককে পরাস্ত করে স্কোরকার্ড ২-০ করেন মার্কোস। এরপর আর কোন গোল না হলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়