ইউসুফ আলী বাচ্চু: লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এরশাদের শারীরিক অবস্থা কোনো কোনো ক্ষেত্রে উন্নতির দিকে হলেও চিকিৎসকরা তাকে এখনই বিপদমুক্ত নন বলে জানিয়েছেন।
রোববার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে আসেন এরশাদের ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের বলেন, মেডিকেল ইভালুয়েশন অনুযায়ী ওনার শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে উন্নত হয়েছে৷ তবে সেটা কৃত্রিমভাবে, ওষুধের সাহায্যে। এখন তিনি তা ধরে রাখতে পারলে, তাহলে সার্বিক উন্নতির দিকে রয়েছেন বলা যাবে৷ তবে এখন মেশিনের সাহায্যে যে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে, সেটা কতক্ষণ ধরে রাখতে পারবেন চিকিৎসকরা তা নিশ্চিৎ নন।
চিকিৎসকরা বলছেন, ওনার পালস রেট, বিপি স্বাভাবিক হয়ে আসছে। তবে এই স্বাভাবিকতা পুরোটাই মেশিন ও ওষুধের সাহায্যে। ওনি কতটা পজিটিভ রেন্সপন্স করেন, সেটা দেখবেন ডাক্তাররা৷ এরপর তারা কোনো সাপোর্ট ছাড়া দেখবেন, কোনো পজিটিভ ইনডিকেটর দেখা যায় কিনা।
তবে তার শারীরিক অবস্থা শঙ্কাজনক, তিনি বিপদমুক্ত নন।
রোববার সকালে হেমো ডায়া ফিল্টারেশন দেওয়া হয়েছে। অবস্থা বুঝে হেমো পারফিউশন দেওয়া হবে৷
তার অবস্থা স্থিতিশীল, গতকাল যা ছিলো তার চেয়ে ভালো বা খারাপ হয়নি