শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানের ব্যাপারে নিজে সচেতন হওয়ার বিকল্প নেই

মোহাম্মদ আবদুল অদুদ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুলের পর এবার ফতুল্লায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠান প্রধানকে আটক করা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। খোঁজলে আরও পাওয়া যেতে পারে এমন ঘটনা।
গ্রেপ্তার ও বিচারের সঙ্গে প্রশ্ন হলো- শিক্ষা ব্যবস্থায় এমন ধ্বস নেমে এলো কেনো? কেনো শিক্ষকরা এমন জানোয়ারের পর্যায়ে নেমে আসার প্রতিযোগিতায় লিপ্ত হলো? কেনো তাদের এমন ভয়াবহ অধঃপতন? শিক্ষকতার মহান পেশাটিতে তারা কেনো এভাবে কলঙ্কলেপন করছে? কেনো অভিভাবক উদ্বিগ্ন, তার সন্তানকে কোথায় ভর্তি করেছেন?

উত্তর ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা। নৈতিক শিক্ষার অভাব। উন্মুক্ত সুযোগ পাওয়ার পরও শিক্ষার্থী যেনো সৃষ্টিকর্তার ভয়ে পাপের পথে পা না বাড়ান, শিক্ষক যেখানে এমন শিক্ষা দেবেন, সেখানে শিক্ষকেরই এমন কলঙ্কিত ও অভিশপ্ত অবস্থা কেনো? কেনো তারা শিক্ষার্থীর নিকট আদর্শস্থানীয় ব্যক্তি হওয়ার পরিবর্তে ঘৃণিত ও নিন্দিত চেহারা নিয়ে উপস্থিত হচ্ছেন? এসব ঘটনা নতুন প্রজন্মের মধ্যে ‘শিক্ষক’ সম্পর্কে কি ধারনা তৈরি করছে- এটা সবাইকে ভাবতে হবে। এ থেকে উত্তরণে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং প্রশ্নফাঁসসহ সকল অনৈতিক কাজ বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান করছি। শিক্ষক যখন প্রশ্নফাঁস করেন, তখন কেউ কেউ ভাবেন, এটা লঘু পাপ। যখন শিক্ষক পাপের চূড়ান্ত পর্যায়ে চলে আসলো, আপনার মেয়ে যখন তার কাছে নিরাপদ নয়, তখন আপনি কি করবেন, কি বলবেন? সুতরাং সতর্ক হোন হে সম্মানিত অভিভাবক। সন্তানের ব্যাপারে নিজে সচেতন হওয়ার বিকল্প নেই। সন্তান আপনার অনেক বড় সম্পদ। মানিক-রতনতুল্য এই সন্তানের লেখাপড়া, নৈতিক চরিত্র গঠনসহ সকল ব্যাপারে আপনাকেই রাখতে হবে প্রধান ভুমিকা।

শিক্ষক সমাজকেও জেগে ওঠতে হবে। কারো পাপের দায় অন্য কেউ নেবেন না। এসব করে কোনোরকম অনুকম্পা পাওয়ার সুযোগ কারো নেই। আপনি কি করবেন আর কি করবেন না কিংবা কি করতে পারেন আর কি করতে পারেন না, আপনি তা ভালো করেই জানেন। সুতরাং শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথমে আপনাকে পবিত্র মনের অধিকারী হতে হবে। আদর্শস্থানীয় ব্যক্তি হওয়ার জন্য একটা সুস্পষ্ট কমিটমেন্ট থাকতে হবে আপনার নিজের মধ্যে। দু’চার জন কুলাঙ্গারের জন্য জাতির পথপ্রদর্শক শিক্ষক সমাজকে ঢালাও দোষারোপ করা যাবে না।

হাদীসের আলোকে বললে, দুই চোয়ালের মাঝখানের অঙ্গ (জিহ্বা) এবং দুই উরুর মাঝখানের অঙ্গের (লজ্জাস্থান) হেফাজতের গ্যারান্টি দিলে আল্লাহর নবী আপনার জান্নাতের গ্যারান্টি দেবেন। (বুখারী, মিশকাত)। অজুর পর আমরা যে দোয়াটি পড়ি, তা অনুধাবন করুন। আমরা পড়ি, হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। সংস্কৃত প্রবাদের আলোকে “পর দারে সু মাতৃবৎ” বা পর স্ত্রীকে মা মনে করুন।

সারাদেশে চলমান র‌্যাবের তাৎক্ষনিক অভিযানকে স্বাগত জানাই। কারণ, নিকট অতীতে আমরা দেখেছি, নয়ন বন্ডকে নিয়ন্ত্রণ করতে না পেরে ছাত্রলীগের জেলা কমিটি সংবাদ সম্মেলন করেছে। জানান দিয়েছে তাদের অসহায়ত্ব। তাই র‌্যাবকে সারাদেশে এধরনের পদক্ষেপসহ জঙ্গি ও সন্ত্রাস দমনে আরো সাহসী ভুমিকা পালন করতে হবে। অনলাইনে অশ্লীলতা ছড়ানো এবং ইয়াবাসহ মাদকের চোরচালান বন্ধে সরকারের কঠোর ভুমিকা প্রয়োজন। যেহেতু গণমাধ্যমের ব্যাপক ভুমিকার কারণে জনসম্মুখে প্রকাশিত হচ্ছে এসব ঘটনা, তাই জনস্বার্থে গণমাধ্যমকেও আরো বেশি সচেতন ও সক্রিয় থাকতে হবে।
লেখক : উপ-সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়