শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ জুলাই, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ রূটে বন্ধ হচ্ছে রিকশা চলাচল, বিপাকে সাধারণ জনগণ ও রিকশা চালক

আরিফা রাখিঃ প্রাথমিকভাবে গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল করবে না। এ ছাড়া কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও-সায়েদাবাদ পর্যন্ত রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩ রূটে রিকশা চলাচল কেন বন্ধ করা হচ্ছে তা জানে না অনেক রিকশাচালক। তারা তাদের জীবিকা নিয়ে ভুগছে দুশ্চিন্তায়।

রিকশাচালক সালাম মিয়া বলেন, রিক্সা না থাকলে আমরা কিভাবে বাঁচবো? কি করবো ? কোথায় থাকবো? কি খাবো? রিকশা না থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে। কীভাবে আমাদের পরিবার চলবে। আমরা যারা কাজ করে খেতাম এখন আমরা কি করে খাবো?

পথচারী প্রদীপ দাসের কাছে রিকশা বন্ধের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, যারা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তাদের এখন কি হবে? তাদের কথা সরকার ভাবলো না। তাদের ভোগান্তি কে ?সব জায়গায় বাস পাওয়া যায় না। যারা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো, তারা কি করবে সবকিছু পরিকল্পনা করে করতে হবে। আমি মনে করি, তাদের পরিকল্পনায় ঘাটতি আছে। যানজট কমাতে হলে প্রাইভেটকার চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। যানজটের মূল কারণই হচ্ছে প্রাইভেট কার।

মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই ভালো বলা যেতে পারে। কিন্তু রিক্সা যদি না চলে রাস্তায় তাহলে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। রাস্তা সাধারণত বের হয়ে দেখা যায় যে গাড়িগুলো বাইরে বের হচ্ছে সেগুলো অধিকাংশ গেট লক থাকে। সেই গেট থাকার কারণে বাসে বাসে উঠা যায় না।

তখনই একমাত্র বাহক হিসাবে নির্ভর করতে হয় রিকশা কে। যদি সেই রিকশা কে বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষের ভোগান্তি তীব্রতা থাকে আরো বাড়বে। সিটি কর্পোরেশন উন্নয়ন ভালো কথা কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এরকম হুট করে ডিসিশন নিয়ে এটা খুবই খারাপ বিষয়। তাই রিকশা যখন বন্ধ করে দিয়েছে অবশ্য বিকল্প হিসেবে কিছু চালু করার জন্য আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। আর যারা রিকশাচালক তাদের বিকল্প বিকল্প পেশা দেয়ার জন্য সিটি কর্পোরেশনকে আহ্বান জানাচ্ছি।

এসি ট্রাফিক (মিরপুর যোন) তাহসিনা আরিফ বলেন, যেসব কি সব রুটে রুটে রিক্সা চলাচল বন্ধ করা হয়েছে এখন পর্যন্ত দুই একটা রিকশা সেখানে রিক্সা চলাচল করতো। সেই সব জায়গায় এখন কোন রিক্সা চলাচল করতে দেয়া হবে না। এর বিরুদ্ধে কঠোর ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ সম্পর্কে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মরত কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৈঠকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা আগামী ৭ জুলাই থেকে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়