জাহাঙ্গীর মজিব : বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়নে মানুষের দৈনন্দিন কাজ হয়েছে সহজ। মানুষের জায়গা দখল করে নিচ্ছে যন্ত্র। বাংলাদেশেও বেড়েছে যন্ত্রের ব্যবহার।
মানব সমাজ হয়ে যাচ্ছে প্রযুক্তি নির্ভর। এখন প্রায় সকল কাজে ব্যবহার হচ্ছে আধুনিক মেশিন। একঘেঁয়েমি, ক্লান্তিকর, কাজগুলো বর্তমান সময়ে করে দিচ্ছে যন্ত্র। যন্ত্রের ব্যবহারে কাজগুলো হয়ে যাচ্ছে সহজ এবং দ্রুত।
উন্নত বিশ্বের মত বাংলাদেশেও নানা ধরণের কাজে ব্যবহার হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্র। যেগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন শহরে ময়লা-আবর্জনা পরিস্কার করার কাজে ব্যবহার করা হচ্ছে মেশিন। বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এখন স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে বর্জ্য গাড়িতে তুলে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে।
ঢাকা শহরের আবাসিক ফ্ল্যাটগুলো থেকে এখন এভাবে বর্জ্য তুলে নেয়া হচ্ছে। বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে রাখা থাকে গাড়ী এসে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে ভিতরে তুলে নেয়।
আগে এই কাজটি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা করত। যার ফলে তারা নানা ধরণের অসুস্থতায় ভুগত। সম্পাদনায় : রাশিদুল
https://www.facebook.com/saifullah.dulal/videos/10157254780579666/