শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ জুলাই, ২০১৯, ০৫:৩২ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০১৯, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নব্বই বছর বয়সে ক্রিকেটের প্রেমে মজেছেন ‘কোহলিদের দিদি’ চারুলতা

স্পোর্টস ডেস্ক : বয়স নব্বইয়ের কাছাকাছি। তবু ক্রিকেটের প্রতি ভালোবাসা কমেনি একটুও। তাই তো এ বয়সেও দেশকে সমর্থন করতে সোজা চলে এলেন এজবাস্টনের মাঠে। পুরো সময় ধরে খেলাও দেখলেন। কোহলিরাও আশাহত করলেন না তাকে। বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে বৃদ্ধার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিলেন তারা।

বৃদ্ধার নাম চারুলতা প্যাটেল। গতকালের পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা। টেলিভিশনে বারবারই ভেসে আসছিল তার চেহারা। বিপুল উৎসাহে খেলা দেখছেন। তার উৎসাহ চোখ এড়ায়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরও। ম্যাচ শেষে তিনি নিজে তার কাছে গিয়ে দেখা করেছেন আশীর্বাদ নিয়েছেন। ক্যারিয়ারে নাকি চারুলতা প্যাটেলের মতো এমন আন্তরিক সমর্থক তিনি দেখেননি, ‘আমি সমর্থকদের অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই, বিশেষ করে চারুলতা প্যাটেল দিদিকে। ওনার বয়স ৮৭। আমার ক্যারিয়ারে আমি ওনার মতো আন্তরিক কোনো সমর্থককে দেখিনি। উনি প্রমাণ করে দিয়েছেন বয়স শুধু একটা সংখ্যা মাত্র। আন্তরিকতা থাকলে সবকিছুই সম্ভব।’

চারুলতা কী বললেন বাংলাদেশের বিপক্ষে জয়ের পর? তিনি প্রার্থনা করেছেন তার প্রিয় ক্রিকেটারদের জন্য, ‘আমি নিশ্চিত, ভারত এবার বিশ্বকাপ জিতবে। আমি গণেশের কাছে প্রার্থনা করে এসেছি যেন ভারত জেতে। আমি সব সময় দলের জন্য প্রার্থনা করি।’

আজীবনের ক্রিকেটভক্ত চারুলতা প্যাটেল জন্মেছিলেন ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপের ৪৩ বছর আগে। একসময় চাকরি করতেন। কাজকর্মের ফাঁকে সময় পেলেই মাঠে গিয়ে খেলা দেখতেন। দীর্ঘদিন ধরে আছেন ইংল্যান্ডে। ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালও মাঠে বসে দেখেছিলেন তিনি, ‘১৯৮৩ সালে পাজি (কপিল দেব) যখন বিশ্বকাপ জিতেছিল, তখনো আমি সেখানে ছিলাম।’

আশীর্বাদ নিয়ে কোহলি-রোহিতরা চারুলতা প্যাটেলকে ভারতের পরের ম্যাচগুলোতেও মাঠে আসার অনুরোধ করেন। শুধু তা-ই নয়, নিজের বরাদ্দের ম্যাচ টিকিট ৮৭ বছরের ‘তরুণ’ ক্রিকেট ভক্তকে দেওয়ার কথাও জানিয়েছেন ভারত অধিনায়ক। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়