শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৩ জুলাই, ২০১৯, ০৪:০১ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০১৯, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে টেকনাফে ইউপি সদস্য নিহত

মো:বেলাল হোসেন: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন।প্রথম আলো/সময়

সোমবার রাত ১২টার দিকে উপজেলার টেকনাফ সদরের মহেষখালিয়াপাড়া নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হামিদ ওরফে হাকিম ডাকাত (৪৫)। তাঁর বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়াপাড়ায়। বাবার নাম আবুল হাসিম ওরফে হাশেম।

পুলিশ বলছে, নিহত হামিদ টেকনাফ সদরের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি ছিলেন। তিনি ইয়াবা, মানব পাচার, অস্ত্র, নারী নির্যাতন দমন আইনে করা মামলাসহ ১২টি মামলার পলাতক আসামি ছিলেন। গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

বন্দুকযুদ্ধের স্থান থেকে চারটি দেশীয় অস্ত্র (এলজি), শটগানের ১৭টি তাজা গুলি, ২১টি খালি খোসা ও ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বন্দুকযুদ্ধের এই ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র দাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী সাঈফ উদ্দিন ও কনস্টেবল রয়েল বড়ুয়া আহত হয়েছেন।

ওসি প্রদীপ কুমার দাস বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মহেষখালিয়াপাড়া বাজার থেকে মোহাম্মদ হামিদ ওরফে হাকিম ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল রাতে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে মহেষখালিয়াপাড়া নৌকাঘাট এলাকায় যায়। সেখানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামিদের সহযোগীরা। গুলিতে পুলিশের তিনজন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। হামিদ পালাতে গিয়ে দুই পক্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা পালিয়ে যান। হামিদ ও পুলিশের আহত সদস্যদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। হামিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পথে হামিদ মারা যান।

পুলিশ জানায়, হামিদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, দিবাগত রাত দেড়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি ও আহত অবস্থায় পুলিশের তিন সদস্যকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তাঁর শরীরে তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। পুলিশের আহত সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত বছরের ৪ মে থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হয়। র‍্যাব-পুলিশ-বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধ ও এলাকায় মাদকের প্রভাব বিস্তারসহ বিভিন্ন ধরনের ঘটনায় কক্সবাজার জেলায় এখন পর্যন্ত ১২৬ জন নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়