শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ জুলাই, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনশন ভাঙলেন ছাত্রলীগের বিক্ষুব্ধরা

মুহাম্মদ ইলিয়াস হোসেন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে চতুর্থ দিনে আমরণ অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ সোমবার রাতে তারা অনশন ভাঙেন।

ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে পদবঞ্চিতদের অনশন ভাঙান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি।

পদবঞ্চিতদের মুখপাত্র ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘আমাদের দাবী মেনে নেয়ার অঙ্গীকার পেয়েছি। কাদের স্যার (ওবায়দুল কাদের) পপি আপাকে আমাদের এখানে পাঠিয়েছেন। স্যারের আশ্বাসে আমরা অনশন ভেঙেছি। কাদের স্যারের সঙ্গে আলোচনার পর আমাদের পরবর্তী কার্যক্রম জানাবো।’

অনশনের চতুর্থ দিনে ছিল আজ। অনশন ভাঙাতে মারুফা পদবঞ্চিতদের জুস ও পানি খাওয়ান। এরপর রাত সোয়া আটটার দিকে তাঁদের নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের কাছে যান।

রাজু ভাস্কর্যের পাদদেশে গত ২৮ জুন শুক্রবার থেকে ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা আমরণ অনশন শুরু করেন। এর আগে ৩৩ দিন ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করেও চার দফা দাবির পক্ষে কোনো আশ্বাস না মেলায় তাঁরা আমরণ অনশন শুরু করেন।

তাদের দাবিগুলো ছিলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত লাভের সুযোগ করে দিতে হবে। ১৩মে গঠিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিত নেতাদের পদ শূণ্য ঘোষণা করার পাশাপাশি নাম প্রকাশ করতে হবে। বিতর্কিতদের পদ শূণ্য ঘোষণার পর অবস্থান কর্মসূচি পালনকারীদের মধ্যে যারা যোগ্য তাদের পদায়ন করতে হবে। মধুর ক্যান্টিন ও টিএসসিতে তাদের ওপর যে হামলা (১৩মে ও ১৮মে মধ্যরাতে) হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়