শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ জুলাই, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি মাঠে থাকলে জিতে যায় বাংলাদেশ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক : বিশ্বকাপে ইংল্যান্ডের মাঠে লাল সবুজের পতাকা হাতে খেলা দেখছেন নায়ক ফেরদৌস। আফগানিস্তানকে হারানোর পর সাউদাম্পটনের গ্যালারিতে পিয়া জান্নাতুল নায়ক ফেরদৌসের সাক্ষাৎকার নেন। একান্ত সাক্ষাৎকারে ফেরদৌস বলেন, আমি মাঠে থাকলে বাংলাদেশ জিতে যায়। এই পর্যন্ত যখনই মাঠে গিয়েছি তখনই বাংলাদেশ জিতেছে। ভারতের বিপক্ষেও মাঠে থাকবেন বলে জানালেন তিনি।

নায়ক ফেরদৌস বলেন, সাংঘাতিক খেলা খেলল বাংলাদেশের প্লেয়াররা। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ অসাধারণ ভালো খেলেছে। খুবই এক্সাইটেড ছিলাম। পুরো পরিবার নিয়ে খেলা দেখতে এসেছি। পাশপাশি ইংল্যান্ডে ছুটি কাটাতেও এসেছি। বাংলাদেশকে সমর্থন জানানোর এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। অপেক্ষা করছি পরের খেলার জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের পরের খেলা ক্রিকেট পরাশক্তি ভারতের বিপক্ষে। আবার ফেরদৌস পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়।

এ বিষয়ে ফেরদৌস বলেন, সর্বাগ্রে বাংলাদেশ, নিজের দেশ। চাইছি বাংলাদেশ জিতুক। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে ম্যাচে মাঠে থাকি সে ম্যাচ আমি জিতি।

এসময় ফেরদৌস মজা করে বলেন, আমাকে প্রত্যেক ম্যাচে নিয়ে আসলেই পারে। আমি মাঠে গেছি এমন কোনো ম্যাচ হারিনি। এই যে দেশের বাইরে এসে প্রথম খেলা দেখলাম, জিতে গেলাম।' কথা শেষ হতে না হতেই পিয়া ও ফেরদৌস দুজনেই হেসে ওঠেন।

ফেরদৌস পিয়ার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, বিসিবি ও আমাদের খেলোয়াড়দের কারণে এই লাল সবুজের পতাকা বিশ্বের বুকে উড়ছে। ধন্যবাদ যে আমাদেরকে গর্বিত নাগরিক হিসেবে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিচ্ছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়