শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গিদের হামলা করার প্রচেষ্টা থাকলেও সক্ষমতা নেই, বললেন মনিরুল

মাসুদ আলম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হলি আর্টিজান হামলা পরবর্তী সময়ে জঙ্গি সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো ভেঙে গেছে। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। সবাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকলে জঙ্গিরা কখনোই সফল হবেন না।

রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলার পর জঙ্গিবিরোধী ব্যাপক অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে গত তিন বছরে এখন পর্যন্ত এক হাজার ২২০ জন জঙ্গি গ্রেপ্তার এবং ৮৮ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কোণঠাসা হয়ে পড়েন জঙ্গিরা। তবে ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি রাজধানীর গুলিস্তান ও মালিবাগে পুলিশকে লক্ষ্য করে দুটি বোমা হামলা চালিয়ে নিজেদের সংগঠিত হওয়ার খবর জানান দিচ্ছেন তারা।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলা চালান জঙ্গিরা। এতে ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন। এ ঘটনায় ২১ জনের সম্পৃক্ততা পায় সিটিটিসি ইউনিট। তাদের মধ্যে ঘটনাস্থলে ৫ জঙ্গি ও বিভিন্ন অভিযানে ৮ জন নিহত হন। বাকি ৮ জনের বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে ওই ৮ জন কারাগারে রয়েছেন।

সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘দীর্ঘ তদন্ত শেষে আমরা আটজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিলাম। হামলায় জড়িত বাকি ১৩ জন বিভিন্ন সময় অভিযানে নিহত হয়েছেন। অভিযুক্ত আটজনের মধ্যে দুইজন পলাতক ছিলেন, যারা পরে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। এখন সবাই কারাগারে রয়েছেন। আমরা বলেছিলাম, তদন্তে আরো কারো নাম বেরিয়ে এলে সম্পূরক অভিযোগপত্র দিবো। কিন্তু পরবর্তীতে বাকি দুইজনকেও জিজ্ঞাসাবাদ করেছি আমরা। কিন্তু কারো বক্তব্যে অভিযোগপত্রে সংযুক্ত করার মতো এখনো নতুন কারো নাম আসেনি, নতুন কোন তথ্য পাওয়া যায়নি। আটজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে ।’

সস্প্রতি গুলিস্তান ও মালিবাগে পুলিশকে টার্গেট করে হামলা চালনোর বিষয়ে তিনি বলেন, আইএস এ হামলা চালিয়েছে, এমন কোনো তথ্য আমাদের কাছে আসেনি। যদি তর্কের খাতিরে এটাকে জঙ্গি হামলা হিসেবে ধরেও নেই, তাহলে তাদের সক্ষমতা কোন পর্যায়ে বিষয়টি পরিস্কার। যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন, তাই এ হামলাকে জঙ্গি হামলা বলার সময় আসেনি।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়