শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজি ভাষা নিয়ে মাহাথির মোহাম্মদের হাস্যরস (ভিডিও)

জ.ই.মামুন, ফেসবুক থেকে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিস্ময়কর রাজনীতিক মাহাথির মোহাম্মদ। যিনি একটানা ২২ বছর মালয়েশিয়া শাসন করার পর ১৬ বছর ক্ষমতার বাইরে থেকে ৯২বছর বয়সে পুনরায় দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শক্তহাতে দেশ শাসন করার জন্য পশ্চিমাদের অনেকের চোখে তিনি স্বৈরাচারী হলেও নিজের দেশের মানুষের মাঝে তিনি উন্নয়নের কান্ডারি হিসেবে পরিচিত। পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ এ দেশটির উন্নয়নের কৃতিত্ব অনেকখানিই তাকে দেয়া যায়। বিচক্ষণ রাজনীতিক হওয়ার পাশাপাশি সুবক্তা হিসেবেও তার খ্যাতি রয়েছে। রসবোধের জন্যও তার জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়ার বদৌলতে তার এই গুণের কথা অনেকেরই জানা। ইউটিউব এবং ফেসবুকে তার হাস্যরসাত্মক বক্তৃতার অনেক ভিডিও রয়েছে।

ফেসবুকে পাওয়া এমনি একটি ভিডিওতে ইংরেজী ভাষা সম্পর্কে কৌতুক করতে গিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, একটি সংসদের চেয়ারম্যানকে বলা হয়ে থাকে স্পিকার, কিন্তু আসলে তিনি নিজে কিছুই বলেন না। মালয়েশিয়া অবশ্যই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য কিন্তু সেখানেও ওয়েলথ বা সম্পদ শুধু কয়েকটি দেশের কাছেই আছে, এবং একেবারেই কমন বা সাধারণ কিছুই নয়। ঔপনিবেশিক সময়ে যখন মালয়েশিয়া বৃটিশ শাসনাধীন ছিল তখন মালয় সুলতানদের বলা হত শাসক কিন্তু আসলে তাদের শাসন করতে দেয়া হত না , তাদের কিছু পরামর্শক ছিল যারা আসলে শাসন করত। এর মানে দাড়াচ্ছে ইংরেজি ভাষায় যখন কিছু বলা হয় তখন সেটার মাধ্যমে আক্ষরিকভাবে কিছু বোঝানো হয় না। তাই যখন তারা আমাদের স্বৈরাচারী বা অন্য কিছু বলার চেষ্টা করে, আমার মনে হয়না তারা ঠিক সেটাই বোঝাতে চায়।

 

https://www.facebook.com/mamunzi/videos/10157168556691007/

  • সর্বশেষ
  • জনপ্রিয়