শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ জুন, ২০১৯, ০১:২৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৯, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎখাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হবে ৫ লাখ কোটি ডলার

নূর মাজিদ : যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ উৎপাদনখাত থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণ প্রত্যাহারে দেশটির সরকারকে প্রায় ৫ লাখ বা ৪ লাখ ৭০ হাজার কোটি ডলার ব্যয় করতে হবে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে দেশটির বিরোধী দল ডেমোক্র্যাট দলের সিনেটররা ‘গ্রিন নিউ ডিল’ নামক যে পরিকল্পনার কথা বলছেন, তা বাস্তবায়নে শুধু বিদ্যুৎ উৎপাদনেই এই বিপুল অর্থ বরাদ্দ প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্বালানি নীতি গবেষণা ও পরামর্শক থিংক ট্যাংক উড ম্যাকেঞ্জি প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সূত্র : আল-জাজিরা।

সংস্থাটি বলছে, এটা ভাগ করা হলে যুক্তরাষ্ট্রের পরিবার প্রতি খরচ হবে ৩৫ হাজার ডলার। অর্থাৎ, ২০ বছর মেয়াদি এই পরিকল্পনার আওতায় প্রতিটি বাসগৃহকে দূষণমুক্ত উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের আওতায় আনতে হলে প্রতি বছর ২ হাজার খরচ করতে হবে। ২০২০ সালের নির্বাচনে জলবায়ু পরিবর্তন এবং ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বারা সমর্থিত গ্রিন নিউ ডিল আলোচনার কেন্দ্রে থাকবে। রাজনৈতিক বিতর্কও এই নিয়ে চলবে। ডেমোক্র্যাট দলের শীর্ষ প্রার্থীরা ইতোমধ্যেই মার্কিন অর্থনীতিকে স¤পূর্ণ কার্বন মুক্ত করার এই পরিকল্পনাকে দৃঢ় সমর্থন দেয়ার কথা বলেছেন। নির্বাচিত হলে এটা তাদের অন্যতম প্রধান এজেন্ডা হবে, সেই বিষয়েও অঙ্গীকার করেছেন তারা। সেই সম্ভাবনার প্রেক্ষিতেই এই প্রথম কোন স্বাধীন খরচ অনুমানের প্রচেষ্টা করা হয়েছে মার্কিন থিংক ট্যাংকটির গবেষণায়।

ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি যে পরিকল্পনার কথা বলেছেন, তাতে ১ লাখ ৭০ হাজার কোটি ডলার ব্যয়ের কথা হয়েছে। অপর প্রার্থীরা যেমন সিনেটর বেটো ও’রোর্ক অবশ্য ৫ লাখ কোটি ডলারের প্রস্তাবনা দিয়েছেন। তবে তরুণ ডেমোক্র্যাটদের মাঝে তুমুল জনপ্রিয় কংগ্রেসওম্যান আলেক্সান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ একটি সার্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহযোগী পরিকল্পনা প্রণয়নে ১০ লাখ কোটি ডলার খরচ করতে হবে, এমন এক প্রাথমিক অনুমান দিয়েছেন। উড ম্যাকেঞ্জির সা¤প্রতিক প্রতিবেদনটি কংগ্রেসওম্যান কর্টেজ যে অনেকটাই সঠিক খরচের অনুমান করেছেন, সেদিকেও ইঙ্গিত দিয়েছে।

এদিকে জলবায়ু পরিবর্তন ঠেকানো এবং সবুজ অর্থনীতি স্থাপনে এই বিপুল খরচের ডেমোক্র্যাট উদ্যোগ রিপাবলিকান শিবিরেও তুলেছে আলোড়ন । তবে প্রেসিডেন্ট ট্রা¤পসহ দলটির শীর্ষ নেতারা এমন পরিকল্পনাকে ব্যয়বহুল, অদূরদর্শী এবং অর্থনীতির জন্য হুমকি বলে চিহ্নিত করেছেন।

তবে গত বুধবার পরিচালিত এক রয়টার্স জরিপে দেখা যায়, অধিকাংশ মার্কিন নাগরিক আগ্রাসী জলবায়ু পরিবর্তন ঠেকানোর পদক্ষেপকে সমর্থন করেন। বিশেষ করে, তারা এই বিষয়ে ডেমোক্র্যাট প্রার্থীদের পরিকল্পনায় ভরসা রাখেন। তবে তারা এটাও জানিয়েছেন, এই পরিকল্পনা কার্যকর করতে গিয়ে যদি তারা অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েন, তবে তারা এর বিরোধিতা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়