শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ জুন, ২০১৯, ০১:১২ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৯, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ সালের মার্কিন নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতায় টিভি বিতর্কে ১০ ডেমোক্রেট প্রার্থী

লিহান লিমা : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে সরানোর দৌঁড়ে বুধবার রাতে টিভি বির্তক করেছেন ডেমোক্রেট দলের ১০ প্রার্থী ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন, নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও, ওহাইও’র কংগ্রেস সদস্য টিম রায়ান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হাউজিং সেক্রেটারি জুলিয়ান কাস্ত্রো, নিউ জার্সির সিনেটর কোরি বুকার, টেক্সাসের সাবেক কংগ্রেস সদস্য বেটো রোর্কি, মিনেসোটার সিনেটর এমি ক্লুবুচার, হাওয়াইয়ের কংগ্রেসসদস্য তুলসি গাবার্ড, ওয়াশিংটনের গর্ভনর জে ইনসলি ও মেরিল্যান্ডের সাবেক কংগ্রেস সদস্য জন ডিলানি। সিএনএন, বিবিসি, গার্ডিয়ান

প্রার্থীরা মার্কিন অর্থনীতি, অভিবাসন সংকট, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত নিয়ে আলোচনা করেন। তবে বিতর্কে ট্রাম্পকে নিয়ে তেমন কোন সমালোচনা করা হয় নি। প্রার্থীরা স্বাস্থ্য, বৈষম্য, বৈদেশিক নীতি, অভিবাসন প্রতিশ্রুতি ও জলবায়ু পরিবর্তন ইস্যুর ওপর জোর দেন।

জনপ্রিয়তার সমীক্ষায় এগিয়ে থাকা ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেন এই বিতর্কের মধ্যমণি ছিলেন। ওয়ারেন বলেন, তিনি ব্যক্তিগত চিকিৎসা বীমার পরিবর্তে সরকারী খরচে স্বাস্থ্যসেবা চালু করবেন। ডেমোক্রেট প্রার্থীদের মধ্যে এক মাত্র বিল ডি ব্ল্যাসিও তাকে সমর্থন করেন। তবে এমি ক্লুবুচার ও জন ডিলেনি এই ধরনের নীতি নিয়ে তাকে কড়া সতর্ক করেন। যদিও দেখার বিষয় হলেও কেউই ওয়ারেনের সমালোচনা করেন নি।

টিম রায়ানসহ দুই ডেমোক্রেট প্রার্থী বিদেশে হস্তক্ষেপ নিয়ে তাদের দলীয় নীতি থেকে কিছুটা সরে কথা বলেন। রায়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবশ্যই মধ্যপ্রাচ্যে পুরোপুরি সক্রিয় থাকা উচিত।’ কিন্তু তুলসি গাবার্ড বলেন, ‘যদি এই হয় তবে আফগানিস্তানে নিহত সৈন্যদের বাবা-মা’কে আপনি কি বলবেন? ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনে স্বাক্ষরিত হওয়া ইরান পরমাণু চুক্তিতে সমর্থন দিতেন কি না, এই প্রশ্নে একমাত্র হাত তোলেন নি ক্লোরি বুকার। ও’রোর্কি সীমান্ত পাড়ি দেয়াকে অপরাধের আওতা থেকে সরিয়ে নেয়ার কথা বলেন। যেটিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কাস্ত্রো। জে ইনসলি বলেন, ‘দেশের জন্য বৃহত্তর ভূরাজনৈতিক হুমকি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।’

টিভি বিতর্ক চলাকালে জি-২০ সম্মেলনের জন্য জাপানের উদ্দেশ্যে রওনারত ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে থেকে টুইট করেন, ‘বোরিং’। বিতর্কের মাঝখানে মডারেটরের মাইক্রোফোনে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়ায় এনবিসিকে ‘ভুয়া গণমাধ্যম’ বলে গালি দেন ট্রাম্প।

শুক্রবার রাতে বিতর্ক করবেন ম্যারিনি উইলিয়ামসন, জন হিকেনলোপার, অ্যান্ডু ইয়াং, পিটে বুটিগিগ, জো বাইডেন, বার্নি স্যান্ডার্স, কামালা হ্যারিস, ক্রিস্টেন গিলিব্র্যান্ড, মাইকেল বেনেট ও এরিক সাওয়ালওয়েল। এই ২০প্রার্থীর মধ্যে একজন আগামী জুলাইয়ে দলের কনভেনশনে নেতা নির্বাচিত হবেন। দেশটির আগার্মী প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়