শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিপিএ-৫ পাইয়ে দেয়ার নামে প্রতারণায় কয়েকটি চক্র, সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের

নুর নাহার : এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে ২২ জুলাইয়ের মধ্যে। এদিকে ফল প্রকাশকে সামনে রেখে জিপিএ-৫ পাইয়ে দেয়ার নামে প্রতারণা করছে বেশ কয়েকটি চক্র। ইনডিপেনডেন্ট টিভি ১১:০০

শিক্ষা মন্ত্রণালয় বলছে, গুজব ছড়ানো শতাধিক ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে এইচএসসি পরীক্ষা শেষ হয় ২১ মে। বোর্ড পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সেই হিসেবে ২০, ২১ বা ২২ জুলাই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা। এরই মধ্যে প্রায় সবকিছু গুছিয়ে এনেছে মন্ত্রণালয়।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক জিয়াউল হক বলেন, দুটি জেলায় ভিডিও কনফারেন্স হয় শিক্ষার্থী শিক্ষকদের সাথে। ফলে সেখানে থেকে সম্মতি আসার পরে তিন দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারবো।

এদিকে জিপিএ ৫ ও ফল পরিবর্তনের বিজ্ঞাপন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করেছে কয়েকটি চক্র। এমন চক্রের একজনকে পাওয়া যায় ঢাকা বোর্ড এলাকায়। সুমন পরিচয়ে শিক্ষার্থীদের সাথে কথাও বলেছেন তিনি। দিয়েছেন ফল পরিবর্তনের আশ্বাস।

শিক্ষার্থীরা বলেন, তারা আমাদের বলেছে সার্টিাফকেটের মান বাড়িয়ে দিবে। পয়েন্ট অনেক বেশি আসবে। এরকম অনেক কথাই বলে। আমাদের থেকে টাকা চায়। তারা নিজেরাই নাম্বার সংগ্রহ করে আমাদের ফোন দেয়।

বোর্ড কর্তৃপক্ষ বলছে, ফল পরিবর্তনের কোন সুযোগ নেই।
জিয়াউল হক বলেন, এই ধরনের প্রতারণা যারা শুরু করেছে বা করবো তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের।
ঢাবির তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে যে অসুবিধা হয়েছে খুব সহজেই প্রচারণা চালাতে পারছে। একইসাথে অনেক লোকের কাছেই সেটি চলে যাচ্ছে।

ফল প্রকাশের সময় যতোই এগিয়ে আসছে , প্রতারণা চক্রের তৎপরতাও বাড়ছে। শিক্ষামন্ত্রণালয় বলছে, এই চক্র ধরতে অনুসন্ধান চলছে। সেই সাথে সাধারণ মানুষদের এ বিষয়ে সচেতন থাকার আহ্ববান সংশ্লিষ্টদের। সম্পাদনা : রেজাউল আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়