শিরোনাম

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেল দুর্ঘটনা হবে না কেনো, রেলের সেতুতে যখন বাঁশ

মুসবা তিন্নি : সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকার রেলপথে বিভিন্ন স্থানে সেতুর অবস্থা জরাজীর্ণ। অনেক স্থানে স্লিপারের নাটবল্টু নেই। তেমনই একটি রেলসেতু রয়েছে সিলেটের দক্ষিণ সুরমার নৈখাই এলাকার বড়ভাগা খালের ওপর। এখানে কাঠের স্লিপারগুলোর বেহাল অবস্থা। খসে পড়েছে স্লিপারের কাঠ। আর স্লিপারগুলো শক্ত রাখতে স্টিলের পাতের বদলে লাগানো হয়েছে বাঁশের ফালি! এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলছে সিলেট থেকে সারা দেশের রেল যোগাযোগ।

গত ২৪ জুন সিলেটের মৌলভীবাজারে মধ্যরাতে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার পর বিচার বিশ্লেষণের আওতায় নেওয়া হচ্ছে এই বিষয়গুলো। বিশ্লেষণের এক পর্যায়ে উঠে আসে রেলপথের অব্যবস্থার কথা এবং সারা দেশের বিভিন্ন জায়গায় ঝুকিপূর্ণ এবং চরম দুর্নীতিগ্রস্থ রেলপথের চিত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়