শিরোনাম

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০২:৫১ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় আবারো জাল ভিসা তৈরির সরঞ্জামসহ বাংলাদেশি আটক

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে অভিযুক্ত এক বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্ৰেশন পুলিশ। আরো দুইজনকে গ্ৰেফতার করতে অভিযান শুরু করেছে। ২৪ জুন সোমবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জালান চৌকিত এলাকায় একটি কনডোমনিয়ামে অভিযান চালিয়ে একজন বাংলাদেশিকে আটক করে। এসময় উদ্ধার করা হয় ৪০টি বাংলাদেশি পাসপোর্টের ফটো কপি, ২টি কম্পিউটার, ভিসা তৈরির তিনটি মেশিন ও চারটি জাল ভিসা স্টিকার।

কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান হামিদি এডাম স্থানীয় পত্রিকা ইতুসানকে জানান, আটক বাংলাদেশি দুই বছর যাবত বিদেশি অভিবাসী অধ্যুষিত লেমবাহ কিল্লাং লামা ও বুকিত বিংতান এলাকায় অবৈধ কর্মকাণ্ডের বিস্তার করে আসছিল। তিনি আরো বলেন, আটক বাংলাদেশি বিভিন্ন শ্রমিকদের জন্য জাল ভিসা, সিআইডি কাড ও আই কাড তৈরির কাজে নিয়োজিত ছিলো। আর এসব জাল কাগজপত্রের জন প্রতি ২৫০০ থেকে ১৬ হাজার টাকা নিতো। এইভাবে তারা প্রতি মাসে কমপক্ষে ৩ লাখ টাকা ইনকাম করতো।

তবে তদন্তের স্বার্থে আটক বাংলাদেশির নাম প্রকাশ করেনি ইমিগ্ৰেশ পুলিশ। আটককৃত বাংলাদেশির বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের ৫৫ডি,১৯৫৯/৬৩ ২০০২ সেকশন ৫৬(১এ)সি, ১২(১)এফ, পাসপোর্ট আইনের ১৯৬৬ সেকশন ১২(১) ধারায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য নতুন বছরে কয়েকটি স্থানে অভিবাসন বিভাগের অভিযানে জাল পাসপোর্ট ভিসা তৈরির অভিযোগে বাংলাদেশিদের আটক করা হয়।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়