শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“ইন্টারন্যাশনাল ক্লিন টেকনোলজি ফেয়ার” এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

স্বপ্না চক্রবর্তী : দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার মিটাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এর ব্যবহারের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিন প্রোডকশন (আরইসিপি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ইস্পাত ও স্টিল খাতে জ্বালানি ও পানি ব্যবহারে যথাক্রমে ২৫ শতাংশ থেকে ১৫শতাংশ জ্বালানি সাশ্রয় হতে পারে বলে ধারণা করছেন তারা।

বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর মেটাবিল্ড প্রকল্পের কার্যক্রমের আওতায় আয়োজিত “ইন্টারন্যাশনাল ক্লিন টেকনোলজি ফেয়ার” শীর্ষক ২ দিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (¯্রডো) এর চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (¯্রডো)এর সদস্য সিদ্দিক জোবায়ের, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক খন্দ. রাশেদুল আহসান এবং এনামুলক হক পাটোয়ারী প্রমুখ।

এসময় স্বাগত বক্তব্যে ওয়াকার আহমেদ চৌধুরী বলেন, মেটাবিল্ড প্রকল্প বাংলাদেশে প্রায় ২৫০টি মেটাল এবং ইস্পাত বিষয়ক কারখানায় টেকসই প্রযুক্তি ব্যবহার এবং জ্বালানি ব্যবহারের দক্ষতা উন্নয়নে কাজ করছে এবং এ ধরনের আয়োজন আমাদের উদ্যোক্তাদেরকে ক্লিন টেকনোলজি ব্যবহারে আরো সচেতন ও আগ্রহী করে তোলবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. হেলাল উদ্দিন বলেন, এ ধরণের উদ্যোগ বাংলাদেশে টেকসই প্রযুক্তি ব্যবহারের গতি কে আরো ত্বরান্তিত করবে। সরকার টেকসই প্রযুক্তি ব্যবহার বাড়ানোর জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করেছে এবং এ জন্য উদ্যোক্তাদের সাথে একযোগে কাজ করতে আগ্রহী। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই এবং এ লক্ষ্যে গৃহাস্থলির পাশাপাশি শিল্প-কারখানায় টেকসই ও ক্লিন প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। তিনি শিল্প-কারখানায় ব্যবহারের জন্য নতুন নতুন টেকসই প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহŸান জানান।

¯্রডো’র সদস্য সিদ্দিক জোবায়ের এ ধরনের আয়োজনের জন্য ঢাকা চেম্বার কে ধন্যবাদ জানিয়ে বলেন, শিল্পায়নের ধারাকে বেগবান করতে গিয়ে আমারা যে ধরনের প্রযুক্তি ব্যবহার করছি, যা অনেক সময় পরিবেশের ক্ষতি সাধন করছে এবং এর ফলে সারা পৃথিবীতে পরিবেশের সুরক্ষা একটি প্রধান প্রতিপাদ্য হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবায়তায় ক্লিন টেকনোলজি বা টেকসই প্রযুক্তি একান্ত আবশ্যক বলে তিনি মত প্রকাশ করেন। মেটাবিল্ড প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল এক্সপার্ট রজত ভাট্রা জানান, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় মেটাবিল্ড প্রকল্প বাংলাদেশে ২৫০টি এবং নেপাল ও শ্রীলংকায় ৪০টি ইস্পাত শিল্প প্রতিষ্ঠানে কার্যক্রম চালাচ্ছে।
বাংলাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের পোগ্রাম ম্যানেজার ডারিও ট্রমবেটা বলেন, সারা পৃথিবীতেই টেকসই প্রযুক্তি ব্যবহারে জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং শিল্প-কারখানায় এ প্রযুক্তি গ্রহণের এখনই উপযুক্ত সময়। তিনি বাংলাদেশী উৎদোক্তাদের আরো বেশি হারে ক্লিন টেকনোলজি ব্যবহারের আহŸান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়