শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০২:১০ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের ১০টি নেটওয়ার্ক কোম্পানির ডাটা হ্যাক করেছে চীন, দাবি ইসরায়েলি সাইবার নিরাপত্তা সংস্থার

নূর মাজিদ : ইসরায়েলের শীর্ষ সাইবার নিরাপত্তা ফার্ম সাইবাররিজন তাদের সা¤প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী জাতিরাষ্ট্রগুলোর দ্বারা নিয়োজিত হ্যাকারদের আক্রমণে অনেক দেশের সেলুলার ও মোবাইল ফোন নেটওয়ার্কে নজরদারি এবং তথ্যচুরির ঘটনা আশংকাজনক হারে বেড়েছে। যা সরাসরি গুপ্তচরবৃত্তির শামিল। এসময় নাম প্রকাশ না করা হলেও, প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয় এসব হ্যাকারদের সঙ্গে চীন সরকারের ঘনিষ্ঠ স¤পর্ক থাকতে পারে। সূত্র : ফোর্বস।

গত সোমবার প্রকাশিত প্রতিবেদনটি আরো জানায়, এসব হ্যাকাররা বিশ্বের ১০টি বৃহৎ নেটওয়ার্কের সেলুলার মেটাডাটা চুরি করে। এই সব নেটওয়ার্ক ব্যবহারকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তথ্য চুরি এবং তাদের ওপর গোপন নজরদারির লক্ষ্যেই এমনটি করে তারা।

এদিকে সাইবাররিজন আরো দাবী করে, খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং বৃহৎ আকারে এই সাইবার অপারেশন পরিচালনা করা হয়, যার নাম দেয়া হয়েছিলোন সফটসেল। এসবই একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন জাতিরাষ্ট্রের সাইবার হামলায় সরাসরি সংযোগের বিষয়টি তুলে ধরেছে। বিশেষ করে, প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং প্রবাসী চীনা নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত এই হামলা আরো প্রমাণ করে এর পেছনে চীন সরকারই জড়িত। এবং যে সমস্ত নেটওয়ার্কে টার্গেট করা হয়, সেগুলো ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করে। তবে এদের একটিও যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা করেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়