শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার ভারতকে ছেড়ে দেবে না ওয়েস্ট ইন্ডিজ

এল আর বাদল : বিশ্বকাপে দুই দলই দু’বার করে শিরোপা জিতেছে। পরিসংখ্যানেও কেউ কারো থেকে কম নয়। পেছনের সকল বিশ্লেষণ বাইরে রেখে বৃহস্পতিবার লড়াইয়ে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ম্যানচেষ্টারের ওল্ডট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় দুই দল মুখোমুখি হবে।

বিশ্বকাপের বাইরে ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে জয়ের পাল্লাটা ওয়েস্ট ইন্ডিজেরই ভারি। আবার ক্যারিবীয়ানদের বিরুদ্ধে বিশ্বকাপে ভারত এগিয়ে।

১৯৭৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই দল বিশ্বকাপের বাইরে ওয়ানডেতে ১১৮ বার মোকাবেলা করেছে। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতিছে ৫৯ বার আর ভারত ৫৪ বার। ম্যাচ পরিত্যক্ত হয়েছে তিনটি আর দুটি টাই হয়েছে। বিশ্বকাপে আটবারের সাক্ষাতে ভারত জয় পেয়েছে পাঁচবার আর ওয়েস্ট ইন্ডিজ তিনবার। তবে ১৯৯২ সালের পর বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

ভারত দলপতি বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজকে বেশ আমলে নিয়েছেন। তিনি বলেছেন, ওয়ানডে ক্রিকেটে বরাবরই তাদের সঙ্গে আমাদের দারুণ লড়াই হয়। এবারও হবে। আপত দৃষ্টিতে এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী মনে না হলেও আমাদের বিরুদ্ধে তারা ঠিকই সেরাটা খেলবে। আমি মনে করি দুর্দান্ত ম্যাচ হবে। তবে বিশ্বকাপের বিশ্লেষণে আমারা ক্যারিবীয়ানদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখবো।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বললেন, ভারত এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী। তাদের বিরুদ্ধে লড়তে হলে আমরা গেমপ্ল্যান নিয়ে নামবো। ভারতকে সহজে ছেড়ে দেয়া যাবে না। ওদের বিরুদ্ধে আমাদের সেরাটা খেলতে হবে। তিনি বলেন, ১৯৯২ সাল থেকে বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে ভারতের একচ্ছত্র আধিপত্য খর্ব করাই হচ্ছে আমাদের লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়