শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় সাত মাসের শিশু নিহত

মোশায়ারা আক্তার জলি : কুমিল্লার দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে শুভ্রা নামে সাত মাসের শিশু নিহত হয়েছে। গত সোমবার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের মালিখিল মধ্য পাড়ায় এ হামলার ঘটনায় বাবা আহম্মদ হোসেন (৩২) সহ শিশুটি আহত হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আহত আহম্মদ হোসেন জানান, আমাদের বাড়ীর রেনু মিয়ার ছেলে সোহেল, সোহাগ ও তার নাতি নয়নের সাথে প্রায় সময় খুটিনাটি বিষয় নিয়ে কথা কাটকাটি হতো। ঘটনার দিন গত সোমবার (২৪জুন) সন্ধ্যায় প্রচন্ড গরমে আমার সাত মাসের মেয়ে শুভ্রা কে কোলে নিয়ে উঠানে বসে আছি। হঠাৎ করেই রেনু মিয়ার ছেলেরা আমার উপর হামলা করে। আমার মাথায় আঘাতের পর অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরার পর দেখি আমি ও মেয়ে হাসপাতালে আছি। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে শুভ্রা মারা যায়।

বুধবার সকালে শিশৃুটির নানী নাছিমা আক্তার ছয় জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আসামীরা বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়