শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ দেশকে হারাতে ফন্দী আটছেন টাইগারদের স্পিনগুরু সুনীল যোশি

স্পোর্টস ডেস্ক : পেশাদারিত্বে জন্য নিজের দেশের প্রতি কতটা স্বার্থপর হতে হয় তার উদাহরণ হিসেবে দেখা যাবে ক্রীড়াঙ্গনের কোচদের দেখলে। এই যেমন একজন ইংলিশ হয়েও চলতি বিশ্বকাপে বাংলাদেশ প্রধান কোচ স্টিভ রোডস চান ইংল্যান্ড নয় ট্রফি জিতুক বাংলাদেশই। ঠিক দলের অন্যান্য কোচিং স্টাফদের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই, স্পিন কোচ ভারতীয় সুনীল যোশিতো পরের ম্যাচে ভারতবধের পরিকল্পনাও এঁটে ফেলেছেন, বেশ আত্মবিশ্বাস নিয়ে বলছেন হবে দুর্দান্ত কিছুই।

চলতি বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন বাংলাদেশের সেরা স্পিনার আছেন সাকিব যিনি ইতিমধ্যে নিয়েছেন ১০টি উইকেট। এছাড়া ভালো বোলিং করছেন মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত। মাহমুদউল্লাহ স্পিন বোলিং করলেও ইনজুরির কারণে বল হাতে নেননি। তবে ভারতে বধ করতে সাকিবেই মূল অস্ত্র যোশির।

তাই এখনই সাকিবকে কিংবদন্তী বলতেও দ্বিধা নেই এই ভারতীয় সাবেক স্পিনারের, ‘যেকোন স্পিন কোচের স্বপ্ন সাকিবের মত স্পিনার হাতে পাওয়া। সে যে কিংবদন্তী তা নিয়ে সন্দেহ প্রকাশের কোন সুযোগ নেই। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সাকিবের ধারাবাহিকতা অতুলনীয়, তাকে দলে পাওয়া গর্বের।’

সাকিব সেরা খেলার সাথে সাথে মনোযোগ দিয়েছেন ফিটনেসের দিকে। এনিয়ে টাইগার স্পিন কোচ বলেন, ‘এখন ফিটনেসের প্রতি সাকিবের জোর অধিক। এরমধ্যে সাত কেজি ওজনও কমিয়েছে, ফলটাওতো হাতে নাতে পাচ্ছে। উইকেটে তার দৌড়ের গতি দেখেছেন? সাফল্যের ক্ষুধা তার অনেক বেশি যেটি ছড়িয়ে পড়ছে অন্যদের মধ্যেও।’

ভারত এই মুহূর্তে অপরাজিত আছে। তাছাড়া ওরা ভালোভাবে স্পিনারকে মোকাবেলা করতে পারে। আগামী ২ জুলাই তাদের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ। নিজ দেশের বিপক্ষে কিভাবে মোকাবেল করবে মাশরাফিরা এনিয়ে কোচের ভাষ্য, ‘হ্যা ওরা স্পিনটা ভালো খেলে। আর আফগানিস্তান ম্যাচেইতো দেখেছেন আমরাও কম যাইনা। সাদা বলে আমরা যে বেশ ভালো করছি তার প্রমান স¤প্রতি সময়ে বারবার দিয়েছি। গত তিনবছরে ভারতকেও তিনবার প্রায় হারিয়েই দিচ্ছিলাম।’

দু’দলের স্পিন সমানে সমান উল্লে যোশি বলেন, ‘ভালো মানের স্পিনার তাদেরও আছে আমাদেরও আছে। ম্যাচে স্পিন বল খেলা আর করা প্রায় একই কথা, প্রতি বলেই মনযোগ থাকতে হয় দৃঢ়। দেখুন সবারই শক্তিমত্তা-দূর্বলতা থাকে। ভারতের সাথে সব খেলাই আমার গভীরভাবে দেখা। তাদের কোথায় বল করতে হবে আমাদের ভালো করেই জানা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়