শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৯, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা থাকলেই সাকিবের মতো অলরাউন্ডার কেনা যায় না : বিশপ

স্পোর্টস ডেস্ক : টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে যে ক্রিকেট বিশ গুরুত্ব দিয়ে দেখে তা চলমান বিশ্বকাপ দেখলেই বুঝা যায়। এতদিন সাকিব বন্দনার পরিমাণ যতটা ছিল, বিশ্বকাপে এসে যেন তা কয়েকগুণ বেড়ে গেছে। বাড়বেই বা না কেন! সাকিব যে রীতিমত একাই বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশকে!

সাকিবের মত অলরাউন্ডার একটি দলে কতটা কার্যকরী তা বোঝাতে দারুণ ব্যাখ্যা দিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তী ইয়ান বিশপ। ১৯৯২ সালে ইমরান খানের একক প্রচেষ্টায় বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এবারের বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্সকে বিরানব্বইর ইমরানের সাথেই তুলনা করছেন বিশপ।

তিনি মনে করেন, ইমরান বা বিশপের মত তুখোড় অলরাউন্ডার পাওয়া মুখের বিষয় নয়। শুধু অর্থ খরচ করলেই যে এমন মূল্যবান পাওয়া সম্ভব নয়, ভাগ্যেরও প্রয়োজন আছে- সেটিও উল্লেখ করেছেন বিশপ।

সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন, ‘প্রত্যেক দলই ইমরান খান বা সাকিব আল হাসানের মত কাউকে চায়। কিন্তু তাদের মত অলরাউন্ডার তো গাছ থেকে পড়ে না!’

টাকা থাকলেই সাকিবের মত খেলোয়াড় দলে পাওয়া সম্ভব নয় জানিয়ে বিশপের ভাষ্য, ‘টাকা থাকলেই আপনি সাকিবের মত ক্রিকেটারকে কিনতে পারবেন না। দোকানে গিয়ে একজন সাকিবকে ক্রয় করার জন্য পাবেন না।’

দলে স্পেশালিষ্ট বোলার বা ব্যাটসম্যান থাকলেও অলরাউন্ডারদের আবেদন সবসময়ই বেশি। বিশপ বললেন, ‘প্রতিটি দলই স্পেশালিষ্টদের নিয়ে তৈরি করা হয়। কিন্তু সাকিবের মত একজন অলরাউন্ডারের জায়গা সবসময় অন্যরকম হয়েই থাকে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়