শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর আমের স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাই কমিশনার

নিউজ ডেস্ক : ব্রিটিশ হাই কমিশনার (ভারপ্রাপ্ত) কানবার হোসেন বর রাজশাহীর বাগানে গিয়ে টাটকা আমের স্বাদ নিলেন। মঙ্গলবার (২৫ জুন) তিনি যান রাজশাহী সফরে। বিকেলে পৌঁছেই রাজশাহী আম খেতে চান। সফর সঙ্গীদের নিয়ে সোজা চলে যান রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় থাকা ‘ফ্রুটব্যাগিং’ করা একটি আমের বাগানে। এ সময় বাগান মালিক ও রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাসাইটির চেয়্যারম্যান আনোয়ারুল হক তার সঙ্গে ছিলেন।রাজশাহীর আম বাগানে ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর। ছবি: বাংলানিউজতিনি ঘুরে ঘুরে আমের বাগান দেখান ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বরকে। গল্পের ছলে তাকে এক এক করে বিভিন্ন জাতের আমের নামোল্লেখ করে এর সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করেন।

রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাসাইটির চেয়্যারম্যান আনোয়ারুল হক বলেন, ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর বিকেলে তার বাগানে আম দেখতে গিয়েছিলেন।

এ সময় তাকে রাজশাহীর বিখ্যাত সব আম সম্পর্কে জানানো হয় এবং এখন বাগানে থাকা ল্যাংড়া আম গাছ থেকে ভেঙে কেটে খাওয়ানো হয়। পরে রাজভোগ এবং ব্যাগিং করা আম্রপালিও খাওয়ানো হয়। তিনি এই আম তৃপ্তি সহকারে খান।রাজশাহীর আম বাগানে ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর। এ সময় তিনি বলেন, রাজশাহীর আম খুবই মিষ্টি ও সুস্বাদু। রাজশাহী মহানগরীর এ বাগানে এসে তার খুবই ভালো লেগেছে। এ আম অনেক স্বাস্থ্যসম্মত।

রাজশাহীর আমের প্রশংসা করে তিনি এই আম খুবই সুস্বাদু এবং রপ্তানিযোগ্য বলেও মন্তব্য করেন। রাজশাহীর আম রপ্তানির বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়