শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বাজে আম্পায়ারিং চলছেই, ৭ বলেও হলো ওভার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে আম্পায়ারিংয়ে ভুল সিদ্ধান্ত নয় কিছু নয়। কিন্তু এটা যদি বারবার হয় তবে সেটা দৃষ্টিকটু। আর বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টেও যদি পরিচালকরা বারবার ভুল করেন তবে সেটা বাজে প্রভাব ফেলে এবং জনপ্রিয়তায় ভাটা পড়ে। চলতি বিশ্বকাপে দুর্বল আম্পায়ারিং নিয়ে বিতর্ক হচ্ছে। পরশু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৭ বলে ওভার দিয়েছেন মাঠের দুই আম্পায়ার
বিশ্বকাপে এবার বাজে আম্পায়ারিং নিন্দা কুড়োচ্ছে টুর্নামেন্টের শুরু থেকেই। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আম্পায়ারের চোখ এড়িয়ে গিয়েছিল ‘নো বল’। কাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও বিতর্ক হয়েছে আম্পায়ারদের ‘সফট সিগন্যাল’ নিয়ে। আর পরশু লর্ডসে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে তো ওভার হয়েছে ৭ বলে!

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠের দুই আম্পায়ার ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। পাকিস্তানের ইনিংসে ১৪তম ওভারে ৭টি বৈধ ডেলিভারিতে ওভার দেওয়ার এ ঘটনা ঘটে। তখন মাঠের দুই আম্পায়ারই বলের হিসেব রাখতে ভুল করেন। ভাগ্য ভালো, ওই ওভারের সপ্তম বলে কোনো রান হয়নি কিংবা উইকেট পড়েনি। তা না হলে বিতর্ক আরও বাড়ত।

মাঠের আম্পায়ার ওভারের বলসংখ্যা গুনতে ভুল করলে আসলে কিছুই করার নেই। এ নিয়ে ব্যাখ্যা দিলেন ইংলিশ ক্রিকেটের খ্যাতনামা স্কোরার জেমস এমারসন, ‘রোববার (পরশু) আমি লর্ডসে ছিলাম না। তবে ঘটনাটা শুনেছি। ১৭.৫ ধারায় স্পষ্ট বলা আছে, আম্পায়ারেরা গুনতে ভুল করলে যেভাবে ওভার হবে সেটাই থেকে যাবে। অতিরিক্ত বলে রান কিংবা উইকেট পড়লে সেটি আসলে খেলার ভাগ্য।’

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ হিসেবে ‘বাজে আম্পায়ারিং’কে দায়ী করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্রাফেট। সে ম্যাচে ভুলটা করেছিলেন মাঠের আম্পায়ার ক্রিস গ্যাফানি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পঞ্চম ওভারে ক্রিস গেইলের বিপক্ষে তিন-তিনবার আঙুল তুলেছিলেন গ্যাফানি। গেইল দুবার বেঁচেছেন রিভিউ নিয়ে। তৃতীয়বার ভর করল দুর্ভাগ্য। রিভিউ নিলেও ‘আম্পায়ারস কল’ নামের বিষয়টি তাঁকে বাঁচতে দেয়নি।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিতর্কের খোরাক জুগিয়েছে সফট সিগন্যাল। ক্রিস মরিসের বল সজোরে পুল করেছিলেন হারিস সোহেল। ডিপ মিড উইকেটে ক্যাচটা তালুবন্দী করেই ট্রেডমার্ক দৌড় শুরু করেছিলেন ইমরান তাহির। তাহির একপ্রকার নিশ্চিতই ছিলেন, ক্যাচটা যথার্থভাবে ধরেছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের কাছে পাঠানোর আগে মাঠের আম্পায়ার সফট সিগন্যাল দিলেন নট আউট। বারবার রিপ্লে দেখেও নিশ্চিত হতে পারেননি থার্ড আম্পায়ার। ফলে মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত বহাল রেখেই নট আউট দেওয়া হয় হারিসকে।
কাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও দেখা গেছে একই দৃশ্য। আফগান অফ স্পিনারদের সামলাতে বাঁহাতি সৌম্য সরকারের বদলে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল ডানহাতি লিটন দাসকে। সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করে ভালো শুরুও করেছিলেন লিটন। দুই চারে পৌঁছে গিয়েছিলেন ১৬ রানে। কিন্তু পঞ্চম ওভারে মুজিব উর রেহমানের বলে ঘটল বিপত্তি। বলটা হালকা ড্রাইভ করেছিলেন, শর্ট কভারে হাশমতউল্লাহ শহীদী সেটি ধরেই আউটের আবেদন করেন। লিটন নিশ্চিত ছিলেন না আউট হয়েছে কি না, দুই আম্পায়ারও পুরোপুরি নিশ্চিত ছিলেন না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাই থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হলো, কিন্তু তার আগে সফট সিগন্যাল দেওয়া হলো আউট। বারবার রিপ্লে দেখেও নিশ্চিত হতে পারছিলেন না থার্ড আম্পায়ার আলিম দার। শেষ পর্যন্ত মাঠের আম্পায়ারদের সফট সিগন্যালের ওপর ভিত্তি করে লিটনকে আউটই দিয়ে দিলেন আম্পায়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়