শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে কবি নজরুল কলেজ ছাত্রলীগ নেতার মৌসুমি ফল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ইয়াসিন আল অনিক। রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিক।

আজ মঙ্গলবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে কলেজ ক্যাম্পাসে পথশিশুদের মাঝে এ ফল বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমুল­াহ খোন্দকার এ মৌসুমি ফল বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আকবর হুছাইন ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাওলাদার উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রতিবছরের মতো এবারও পথশিশুদের মাঝে সকল মৌসুমি ফল বিতরণ করায় ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিককে ধন্যবাদ জানান। পরে সমাজের বিত্তবান সকলকে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক, অধ্যক্ষ আই কে সেলিম উল­াহ খোন্দকার।

এসময়, ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ইয়াসিন আল অনিক বলেন, পথশিশুরা প্রতিবছরই মৌসুমী ফল থেকে বঞ্চিত হন। তাই আমি প্রতি বছরই এই পথশিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করে থাকি। এতে আমি যেমন আনন্দিত হই তেমনি এই সুবিধা বঞ্চিত পথশিশুরা ও আনন্দিত হয়।

সুবিধা বঞ্চিত প্রায় ২‘শত পথশিশুর মাঝে মৌসুমি ফল আম, কাঠাল, লিচু ইত্যাদি বিতরণ করেন ছাত্রলীগ নেতা ইয়াছিন। মিন্টু নামে এক পথশিশু বলে, আম, কাঠাল, লিচু কিনা খাওয়ার মত টাকা আমাদের নাই।আগের বছরও ইয়াছিন ভাই আমাদের অনেক ফল খাওয়াইছিলো।এই বছরও খাওয়াইছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়