শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলোয়াড়দের শেষ বয়সে কষ্ট করতে দেবো না, বললেন প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসান, মুশফিকুর রহীমসহ বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেছেন। সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি শেষ বয়সে খেলোয়াড়দের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। খেলোয়াড়দের বৃদ্ধ বয়সে যেন কষ্ট না করতে হয়, সেজন্য তাদের পুনর্বাসনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর এসব বার্তা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, খেলা নিয়ে সবার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তাদের তিনি সন্তানের মতো মনে করেন। সাকিব ও মুশফিক সম্পর্কে খুব ভালো মন্তব্য করেছেন। তাদের নিয়ে আরও কিছু করতে চান, তাদের আরও সুযোগ-সুবিধা দেয়া প্রয়োজন বলে মনে করে প্রধানমন্ত্রী।

কলসিন্দুরের ফুটবল খেলা মেয়েদেরও সুবিধা দেয়া হবে বলে জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘তার নির্দেশনাটা হলো, খেলোয়াড়দের শুধু খেলার সময়ে নয়, তারা যখন পরবর্তী পর্যায়ে আমাদের মতো বার্ধক্যে যাবেন, তখন খুব কষ্ট হয়। তিনি এ সম্পর্কে অবহিত। কম বয়সে খরচ করে ফেলেন, টাকা জমান না, ঠকা খান, নানা ধরনের সমস্যায় পড়েন।’ ‘প্রধানমন্ত্রী বলছেন, আমরা এটা হতে দেবো না। এখন যেমন তাদের সাহায্য দেবো, তাদের মাথায় হাত রাখবো, পরবর্তী পর্যায়েও তারা যেন নিচে না পড়ে যান, এজন্য ক্রীড়া মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট আদেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প নিয়ে আসুন।’

সারা বছর চর্চা করতে তহবিলের ব্যবস্থা করা হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য- খেলা এলেই প্র্যাকটিস শুরু হয়। তারপর আর খবর নেই। তার কথা হলো যে খেলোয়াড় পেশাজীবী, তিনি সারা বছরই প্র্যাকটিস করবেন। খেলোয়াড় তো নিজের পয়সায় করবেন না, কেন করবেন? প্রধানমন্ত্রী চান, একটা ভালো তহবিল থাকবে। যেন এই তহবিলের আওতায় তারা সারা বছর খেলোয়াড়রা প্র্যাকটিস করতে পারেন।’

মন্ত্রী বলেন, খেলোয়াড়দের কর্তৃপক্ষ আছে, তারাই এটা করবে। সরকার শুধু টাকা দেবে। প্রধানমন্ত্রী সরাসরি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন, এর জন্য একটি বিশেষ তহবিল গঠন করতে হবে।

খেলা বলতে শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল, সব ধরনের খেলাকেই সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শুটিং ও আর্চারিতেও আমাদের সম্ভাবনা আছে। সেখানে ইনটেনসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে বলেছেন তিনি।’

এম এ মান্নান বলেন, আর্চারির কথা বলতে গিয়ে শেখ হাসিনা এটাও বলেছেন, শুধু পশ্চিমা আর্চারি নয়। আমাদের এখানে তীর-ধনুক, বল্লম রয়েছে। আমাদের সাঁওতালরা ব্রিটিশদের তীর-ধনুক দিয়ে তাড়াতে চেয়েছিলেন। সেই তীর-ধনুকও যেন মরে না যায় ও বিকশিত হয়, সেজন্য তহবিল, প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়