শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে ৩ দিনের বেশি পানি জমতে না দেবার আহ্বান মেয়র আতিকুলের

সুজিৎ নন্দী : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘরের ভেতরে বা বাইরে কোথাও ৩ দিনের বেশি পানি যেন জমতে না দিই। কারণ ৩ দিনের জমে থাকা স্বচ্ছ পানিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা বংশবিস্তার করে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ফ্রিজ-এসি থেকে নির্গত পানি, ফেলে দেয়া পাত্র, ডাবের খোসা ইত্যাদিতে পানি যেন জমে না থাকে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা এখানে ডেঙ্গু-চিকুনগুনিয়া সম্পর্কে যা জানলে, বাসায় গিয়ে তা বাবা-মাকে জানাবে। সচেতনতা ছাড়া ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে মুক্তি পাওয়া অসম্ভব।

আজ মঙ্গলবার ৩৫ নং ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারাভিযানে তিনি একথা বলেন। মগবাজার চৌরাস্তা জামে মসজিদে ৩৫ নং ওয়ার্ডের সকল ইমামদের নিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের কারণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় সম্পর্কে অবহিত করেন। জুমা নামাজের খোতবার প‚র্বে এবং অন্যান্য নামাজের প‚র্বে উপস্থিত মুসুলি­দের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে সচেতনতাম‚লক উপদেশ দেয়ার জন্য তিনি ইমামদের প্রতি আহবান জানান। এ সময় তিনি বলেন, ইমামদের উপদেশ আমরা গুরুত্ব সহকারে মেনে চলি, তাই জনগণকে সচেতন করার জন্য তাদের ভ‚মিকা খুব গুরুত্বপূর্ণ।

এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সংক্রান্ত তথ্যসম্বলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। প্রচারাভিযানকালে অন্যান্যের মধ্যে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ও ৩৫ নং ওয়ার্ড মোক্তার সরদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়