শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৩৫ ডলার মূল্যের কম্পিউটারের মাধ্যমে সাইবার হামলার শিকার হওয়ার কথা জানালো নাসা

আব্দুর রাজ্জাক : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০১৮ সালের এপ্রিলে সাইবার হামলার শিকার হয়। এরপর থেকেই তদন্ত অব্যাহত থাকলেও হামলাকারী অধরাই রয়ে গেছে। তবে নাসার জেট প্রপুলশন ল্যাবরেটরির নেটওয়ার্কে প্রবেশ করতে ‘র‌্যাস্পবারি পিআই’ নামের একটি ক্ষুদ্র কম্পিউটার ব্যবহার করা হয়েছিলো যার মূল্য ৩৫ ডলার বলে সংস্থাটি জানায়। এনডিটিভি, ইয়ন

সম্প্রতি নাসা সংস্থাটির বার্ষিক অডিট সংক্রান্ত এক প্রতিবেদনে জানায়, একটি ‘ক্রেডিট কাডর্’ আকৃতির ক্ষুদ্র এই কম্পিউটার দিয়ে মহাকাশে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত ৫০০ মেগাবাইটের মোট ২৩ টি ফাইল চুরি করা হয়। এতে কিছুক্ষণের জন্য ওই ফ্লাইট পদ্ধতিটি বিকল হয়ে যায় এবং মিশন পরিচালনায় ব্যাঘাত ঘটে।

নাসার মহাপরিদর্শকের অফিস থেকে জানানো হয়, সাইবার হামলাকারী সংস্থাটির মঙ্গলে অভিযান সংক্রান্ত দুটি অতিসুরক্ষিত তথ্যে প্রবেশ করতে সক্ষম হয়। কিউরিওসিটি রোভার এর ল্যাবরেটরিতে প্রবেশ করার পাশাপাশি হামলাকারী মার্কিন প্রতিরক্ষা ও সামরিক অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ দফতর ‘ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আরমস রেগুলেশন’ এর তথ্যেও অনুপ্রবেশ করে।

উল্লেখ্য, র‌্যাস্পবারি পিআই কম্পিউটারটি টেলিভিশনে সংযুক্ত করে এর মাধ্যমে মূলত বাচ্চাদের কোডিং শেখানো হয় এবং উন্নত দেশগুলোতে এর মাধ্যমে গণনার কাজও করা হয়। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়