শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরো রেকর্ড গড়ো বন্ধু তবে ভারতের বিপক্ষে নয়, সাকিবকে বললেন মনোজ তিওয়ারি

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করছেন সাকিব আল হাসান। সোমবার আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। নতুন অর্ধ-ডজন রেকর্ডও করেছেন টাইগার এই অলরাউন্ডার। ওই ম্যাচে এমন পারফরমেন্সে সাকিব বন্দনায় মেতেছে পুরা ক্রিকেট দুনিয়া। তা থেকে বাদ যায়নি এক সময়ের সতীর্থ ও বন্ধু মনোজ তিওয়ারি। তিনিও শুভেচ্ছা জানিয়েছেন সাকিবকে। তবে সাকিবকে ভারতের বিপক্ষে কোন রেকর্ড গড়তে দেখতে চান না তিনি।

একটা সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছিলেন সাকিব ও মনোজ তিওয়ারি। বেশ কয়েকটি আসর একসঙ্গে খেলা হয়েছিলা এই দুই ক্রিকেটারের। তাই সোমবার নতুন নতুন রেকর্ড গড়ায় সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। নিজের সত্যায়িত টুইটারে এমনটা জানান তিওয়ারি। সেই সাথে ভবিষ্যতে আরও নতুন রেকর্ড গড়ার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। তবে অনেকটা মজার ছলেই বলেছেন তিনি চান না ভারতের বিপক্ষে সাকিব আবার কোন রেকর্ড গড়–ক।

তিনি টুইটারে লেখেন, ‘অবিশ্বাস্য রেকর্ড, অসাধারণ এক ব্যক্তি ও অসাধারণ এক ক্রিকেটার। অভিনন্দন সাকিব তোমাকে। বাংলাদেশ দলের প্রতি তার অবদান অতুলনীয়। ভবিষ্যতে আরও রেকর্ড গড়ার জন্য শুভকামনা জানাচ্ছি। তবে চাই না ভারতের বিপক্ষে কোন রেকর্ড গড়ো বন্ধু।’

উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়