শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ

আব্দুর রাজ্জাক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ও তার সহযোগিদের লক্ষ্যবস্তু করে আরোপিত নতুন একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা পত্রে সোমবার সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২০ জুন হরমুজ প্রণালীতে মার্কিন একটি সামরিক ড্রোন ভূপাতিত করা ও ইরানের অব্যহত আগ্রাসনের জন্যই এই অবরোধ দেয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিবিসি, রয়টার্স, আল-জাজিরা

মার্কিন ড্রোনটি ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ভূপাতিত করায় আরোপিত নতুন নিষেধাজ্ঞায় এই বিশেষ বাহিনীর ৮ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকেও লক্ষ্যবস্তু করা হয়। এতে নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তাদের মার্কিন বিচারের আওতায় পড়ে এমন সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। তবে পশ্চিমা বিশ্বের কাছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকেও অবরোধের লক্ষ্যবস্তু করায় তেহরান সবচেয়ে বেশি বিস্মিত হয়। তার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এ সপ্তাহের শেষ নাগাদ কার্যকর হবে।

ট্রাম্প বলেন, ‘ইরানের চলমান আগ্রাসনের জন্য দেশটির সর্বোচ্চ নেতা ও তার সহযোগিরাও দায়ী। তাই আয়াতুল্লাহ খামেনেয়ী, তার দফতর, ঘনিষ্ট সহযোগি ও তার নিয়ন্ত্রণে থাকা সকল দফতরকে এই অবরোধে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

গত মে মাসে ইরানের তেল আমদানি বন্ধ না করলে সকল দেশকে নিষেধাজ্ঞার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এরপরই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চলমান টানাপোড়েন চরম পর্যায়ে পৌঁছায়। তবে খামেনেয়ীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তেমন কার্যকর হবে না বলে মন্তব্য করেন আল-জাজিরার এক প্রতিবেদক। কেননা, তিনি গত ৩০ বছরে দেশের বাইরে কোনো সফরে যাননি। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট থাকাকালীন তিনি এক রাষ্ট্রীয় সফরে চীনে গিয়েছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, খামেনেয়ী ও শীর্ষ নেতাদের ওপর আরোপিত মার্কিন অবরোধ কূটনৈতিক রাস্তা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অবরোধকে অবৈধ ও অন্যায় আখ্যায়িত করে এর বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেয়া হবে বলে ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেয়া হবে তা স্পষ্ট করেননি রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেবকোভ। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়