শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের প্রশংসা করে পাকিস্তানের ‘দ্য ডন’ প্রত্রিকার প্রতিবেদন

স্পোর্টস ডেস্ক : গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে সাকিব আল হাসানের অলরাউন্ডার নৈপুণ্যে ৬২ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচের এমন পারফম্যান্সের পর বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন সাকিব।

তার চোখ জুড়ানো পারফম্যান্সে ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তানের জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দ্য ডন’। পত্রিকাটি প্রিন্ট এডিশনে শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের জন্য সেমির আশা বাঁচিয়ে রাখল অলরাউন্ডার সাকিব।’

পত্রিকাটি প্রতিবেদনে উল্লেখ করে, ‘সাকিব আল হাসানের অসাধারণ অলরাউন্ড পারফম্যান্স আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের দুর্দান্ত জয় এনে দিয়েছে বাংলাদেশকে। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।’

এতে আরো বলা হয়, ‘ব্যাট হাতে সাকিবের ৫১ রানের ইনিংসের সুবাদে আফগানিস্তানকে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর দিতে সক্ষম হয়। আর এই রান সাকিবকে আবারও চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ আসন এনে দেয়।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘এরপর বল হাতে জ্বলে স্বমহিমায় উঠেন ৩২-বছর বয়সী সাকিব। তার ক্যারিয়ার সেরা ওডিআই বোলিং ফিগার (৫/২৯) ভেঙে চুরমার করে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ।’

এতে আরও বলা হয়, ‘সাকিব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার, যিনি একই ম্যাচে ফিফটি হাঁকানোর পর ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং প্রথম এই কৃতিত্ব অর্জন করেন।’

প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বকাপে এবার ১০টি দল অংশ নিয়েছে। এর মধ্যে পয়েন্ট তালিকা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অবস্থান পঞ্চমে। যারা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে। তাছাড়া পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট বাংলাদেশের চেয়ে মাত্র ১ বেশি। তারা আজ মঙ্গলবার শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। আর গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়