শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’দিনব্যাপী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার

শিমুল মাহমুদ : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ব্রাক ইউনিভার্সিটি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯। এতে অংশগ্রহণ করবে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, উন্নয়ন সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রায় ১০০’র অধিক খ্যাতনামা প্রতিষ্ঠান ।

সোমবার (২৪ জুন) জাতীয় প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক দিলারা আফরোজ খান রুপা।

তিনি জানান, আগামী ২৭ ও ২৮ জুন দু’দিনব্যাপী এই ক্যারিয়ার ফেয়ারটির উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ারের উন্নয়ন ও প্রস্তুতির লক্ষ্যে দেশের বিভিন্ন সেক্টরের প্রথিতযশা কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করার প্ল্যাটফর্ম হিসেবে ক্যারিয়ার ফেয়ার অনেক ভূমিকা রাখবে। ক্যারিয়ার ফেয়ারের মত এই ধরনের উদ্যোগ চাকরি প্রত্যাশী ও চাকরিদাতাগণের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। উভয় পক্ষের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী একে অপর সন্ধানে জানার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববাজার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।

সংবাদ সম্মেলনে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্ণেল মো. ফয়জুল ইসলাম এবং এনআরবি জবস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবে এলাহী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়