শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ থেকে ছিটকে গেলো রাসেল, কপাল খুললো আমব্রিসের

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে নিজেদের নামের পাশে সুবিচার করতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ৬ ম্যাচের মধ্যে একটি করে পরিত্যক্ত ও জয় পেয়েছে বাকি চার ম্যাচেই হেরেছে ক্যারিবীয়রা। ফলে সেমিফাইনালে যেতে হলে বাকি তিনটি ম্যাচ জিততেই হবে। দলের এমন সমীকরণের সময়ে দুঃসংবাদ পেল সাবেক চ্যাম্পিয়নরা। চোটের কারণে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বিশ্বকাপই শেষ হয়ে গেছে। রাসেলের চোটের কারণে কপাল খুলে গেছে সুনীল আমব্রিসের। ২৬ বছর বয়সী এই ওপেনিং ব্যাটসম্যান উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন রাসেলের বদলি হিসেবে।

তবে আমব্রিস অভিজ্ঞ রাসেলের অভাব কতটা ঘোচাতে পারবেন সেই প্রশ্ন থাকছেই। তার ঝুলিতে রয়েছে মাত্র ৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। অন্যদিকে যে রাসেলকে হারিয়ে বিষন্ন উইন্ডিজ শিবির, তিনি ৮ বছরের ওয়ানডে ক্যারিয়ারে খেলেছেন ৫৬টি ওয়ানডে, চোটে পড়ার আগে দুর্দান্ত ফর্মেও ছিলেন।

৩১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার রাসেল চোট পেয়েছিলেন বিশ্বকাপের শুরুর দিকেই। হাঁটুর এই চোটের কারণেই ছিলেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভেসে যাওয়া ম্যাচের একাদশে। তবে এরপর চোট নিয়েই খেলছিলেন দলের কথা ভেবে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তার দলে না থাকার গুঞ্জন উঠেছিল। তবে চোটকে যেন পাত্তাই দিচ্ছিলেন না রাসেল। ঐ ম্যাচের পর নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে পারেননি। শেষমেশ তাকে ছিটকে পড়তে হল স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াড থেকেই।

রাসেলের বদলে দলে ঢুকা আমব্রিস ৬ ম্যাচের ৫ ইনিংসে করেছেন ৩১৬ রান, আছে একটি করে শতক ও অর্ধ-শতক। একদিনের ক্রিকেটে অপেক্ষাকৃত নবীন এই ক্রিকেটারের অবশ্য আছে ৬টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা। দলে সুযোগ পেলে উইন্ডিজকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব বর্তাতে পারে তার কাঁধে। যদিও ক্যারিবীয়রা নিজেদের টপ অর্ডারে ব্যাটসম্যানের প্রাচুর্য নিয়ে ইতোমধ্যে রয়েছে দ্বিধায়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়