শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০২:১৭ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আম্পায়ারদের বিরুদ্ধেও লড়তে হচ্ছে টাইগারদের

আমিন মুনশি : লিটনের ক্যাচটা মাটি থেকে তুলে নিলেন আফগান ফিল্ডার হাসমতউল্লাহ শহিদি। মাঠে থাকা দুই ব্রিটিশ ফিল্ড আম্পায়ার আউট দিলেন, তবে মূল সিদ্ধান্তটা ছেড়ে দিলেন থার্ড আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে থার্ড আম্পায়ার আলিম দার সিদ্ধান্ত দিলেন এটা আউট! শুধু কি এখানে? ১৮তম ওভারের প্রথম বলে রশিদের বল সাকিবের প্যাডে লাগে। আবেদন করা মাত্র আঙ্গুল তুলে দেন আম্পায়ার রিচার্ড কেটেলবার্গ। সাকিব রিভিউ নেন। দেখা যায় বল অনেক উপরে। তা কোনো মতেই স্ট্যাম্পে লাগত না। রিভিউ দেখে থার্ড আম্পায়ার ‘নট আউট’ দেন। অথচ বোঝাই যাচ্ছিল বলটা যথেষ্ট ওপরে। ক্লোজউই

ফিল্ডে রিচার্ড কেটেলবার্গের সঙ্গে আছেন মাইকেল গফ। দুজনই ব্রিটিশ। থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার।

১৭ বলে ১৬ রান করে বিদায় নেন লিটন দাস। সৌম্য সরকারের পরিবর্তে তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন তিনি। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন তিনি। অথচ আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হলেন তিনি। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বলটি মাটি স্পর্শ করেছে। অথচ গতকাল লর্ডসে পাকিস্তানের ওপেনার ফখর জামানের এমন একটি ক্যাচ ধরেন বাউন্ডারিতে থাকা দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ফখর জামানের ক্যাচটি তালুবন্দি করে উল্লাসে ফেটে পড়েন ইমরান তাহির। কিন্তু তাতে বাঁধ সাধেন ফিল্ড আম্পায়াররা! বল মাটি স্পর্শ করেছে কি না, তা নিয়ে নিশ্চিত ছিলেন না আম্পায়াররা। পরে তাঁরা থার্ড আম্পায়ারের সাহায্য নেন। রিপ্লেতে থার্ড আম্পায়ার দেখতে পান, বলটি মাটি স্পর্শ করে। এর পরই ক্যাচ নেন ইমরান তাহির। থার্ড আম্পায়ার ‘নট আউট’ সিদ্ধান্ত দিলে জীবন পান ফখর জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়