শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশসেরা জুটি সাকিব-মুশফিকের নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব-মুশফিক জুটি নতুন রেকর্ড গড়েছেন। বাংলাদেশ দলের কঠিন মুহূর্তগুলোতে সবসময় যে জুটি পথ দেখায় আবারো অসাধারণ পারফর্মেন্সে নতুন মাইলফলক অর্জন করলো এই জুটি। আফগানিস্তানের বিপক্ষে চলমান ম্যাচে একদিনের ক্রিকেটে এই জুটি ছুঁয়েছে ৩০০০ রানের মাইলফলক।

সোমবার (২৪ জুন) সাউদাম্পটনের হ্যাম্পশায়ারে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তামিম ইকবালের সাথে নিয়মিত ওপেনার সৌম্য সরকারকে না নামিয়ে আনা হয় লিটন দাসকে।

ইনিংসে পঞ্চম ওভারে লিটন দাস বিতর্কিতভাবে আউট হলে তামিম ইকবালের সাথে ক্রিজে যোগ দেন সাকিব। লিটন ফেরেন ১৭ বলে ১৭ রান করে। দলীয় ৮২ রানের সময় ৫৩ বলে ৩৬ রান করা তামিম ফিরলে সাকিবের সাথে ক্রিজে যোগ দেন মুশফিক।

সাকিব ও মুশফিক অর্ধশত রানের জুটি পূর্ণ করেন। তার আগেই অবশ্য একটি মাইলফলক স্পর্শ করেন এই দু’জন। ১২৪ রানের সময় ২ রান নিয়ে দলকে ১২৬ রানে নিয়ে যাওয়ার পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ৩০০০ রানের জুটি পূর্ণ হয় এই জুটির। শেষ পর্যন্ত ৩০১৭ রানে যেয়ে থামে তারা।

আজ (সোমবার) ৬১ রান আসে সাকিব ও মুশফিকের মধ্যকার জুটি থেকে। যেখানে মুশফিকের অবদান ছিল ৩৩ রান ও সাকিবের অবদান ২৫ রান। ৫১ রানে বাঁহাতি ব্যাটসম্যান সাকিব আউট হলে ফিরলে ভেঙে যায় জুটি। ৬৯ বলে ১টি চার মারেন সাকিব। আউট হন লেগ স্পিনার মুজিবের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়