শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ১২:১৭ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৯, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যালুমনিয়ামের তৈজসপত্র উৎপাদনে ভ্যাট অব্যাহতি বহাল রাখার দাবি

স্বপ্না চক্রবর্তী : অ্যালুমনিয়ামের তৈজষপত্র উৎপাদন পর্যায়ে চলমান মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যালুমনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএমএ)।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএএমএর সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক মুস্তাফা হিন্দাল, সদস্য সালাম মোল্লা ও জিয়া উদ্দিন বলেন, ‘বর্তমানে অ্যালুমনিয়ামের তৈজষপত্রের কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করছি। আর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকায় মূল্য সমন্বয়ের প্রয়োজন হয় না। কিন্তু প্রস্তাবিত বাজেটে চলমান ভ্যাট অব্যহতি প্রত্যাহার করা হয়েছে। এতে করে অ্যালুমনিয়ামের তৈরি তৈজষপত্রের দাম বেড়ে যাবে।’

তারা বলেন, উৎপাদনের পর ভোক্তা পর্যায়ে যেতে পণ্যটি চার থেকে পাঁচটি হাত বদল হয়। তাই উৎপাদন পর্যায়ে ভ্যাট যুক্ত হলে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি তৈজষপত্রের দাম বাড়বে ৬০ থেকে ৭০ টাকা।

দেশের তৈরি তৈজসপত্র বেশিরভাগ ব্যবহার করে প্রান্তিক জনগণ। এ পণ্যটির দাম বাড়বে, চাপে পড়বে সাধারণ ভোক্তা। তাই প্রান্তিক মানুষের কথা চিন্তা করে দেশীয় শিল্প রক্ষায় পণ্যটির ওপর চলমান ভ্যাট অব্যাহতি বহাল রাখার দাবি জানান তারা।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়