শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল সিটির সাবেক মেয়রসহ প্রকৌশলীর দুর্নীতির খোঁজে দুদক

খোকন আহম্মেদ হীরা, বরিশালা প্রতিনিধি : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল, তার পুত্র কামরুল আহসান রুপম ও বিসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরমধ্যে মেয়র এবং তার পুত্রের বিরুদ্ধে কাজ শেষ না করে ঠিকাদারী বিল উত্তোলন ও প্রদান, মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ১০৮ প্রকল্পের টাকা ১০শতাংশ ঘুষের বিনিময়ে পরিশোধসহ দুর্নীতি, টেন্ডারবাজির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া বিসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে অবৈধ বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ অর্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। ইতোমধ্যে নগর কর্তৃপক্ষের কাছে সাবেক মেয়র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও চারটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানাসহ ব্যাংক হিসাব, ব্যক্তিগত সনদপত্র এবং চারটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়া সকল কার্যাদেশের তালিকা চেয়ে চিঠি দিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল ও দুদক বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সকল তথ্য-উপাথ্য চাওয়া হয়েছে।

রবিবার সকালে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু দুদকে’র দুটি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের প্রেরিত চিঠিতে বলা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও অন্যান্যদের বিরুদ্ধে মেয়র পুত্র কামরুল আহসান রূপমের মালিকানাধীন চারটি প্রতিষ্ঠান কর্তৃক কাজ শেষ না করা সত্ত্বেও বিল প্রদান, মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ২০৮ প্রকল্পের টাকা ১০ পার্সেন্ট ঘুষের বিনিময়ে পরিশোধসহ দুর্নীতি ও টেন্ডারবাজির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র/তথ্যাদি পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। তাই বরিশাল সিটি কর্পোরেশন থেকে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারদের কাছ থেকে জামানত বাবদ প্রাপ্ত অর্থ যে ব্যাংক হিসাবে রাখা হয় সেই ব্যাংক হিসাবের ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত হিসাব বিবরণী, সিকদার এন্টারপ্রাইজ, মিতুসী এন্টারপ্রাইজ, মোমেন সিকদার, রশিদ আ্যন্ড সন্স, এরিমা ট্রেডিং কর্পোরেশন, মেসার্স জেড. এ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহের স্বত্বাধিকারীর নাম, ঠিকানা, ফোননম্বর এবং আহসান হাবিব কামাল মেয়র থাকাকালীন সময়ে উল্লেখিত ঠিকাদারী প্রতিষ্ঠান যেসব কাজের কার্যাদেশ পেয়েছে তার তালিকা বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চাওয়া হয়েছে।

দুদক বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে অবৈধ বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ অর্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানের স্বার্থে আব্দুল মোতালেব হাওলাদারের ব্যক্তিগত নথির সত্যায়িত ফটোকপি, বরিশাল সিটি কর্পোরেশনের দরপত্র বিজ্ঞপ্তি, প্রাক্কলন, প্রাপ্ত দর প্রস্তাব, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, নোটিফিকেশন অব এওয়ার্ড, চুক্তি, কার্যাদেশ, পরিমাপ বহি ও বিল-ভাউচার ইত্যাদি সত্যায়িত ফটোকপিসহ আনুষঙ্গিক রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

দুদক কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও তার ছেলেসহ সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের আগেই অর্থ আত্মসাত এবং প্রকল্পের নামে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পগুলো হলো-নগরীর প্রবেশদার গড়িয়ারপাড় এবং রূপাতলীর দপদপিয়া এলাকায় দুটি আরসিসি গার্ডার ব্রিজ (সিটি গেট), নথুল্লাবাদ থেকে আমতলার মোড় পর্যন্ত ফোরলেন সড়কের সৌন্দর্য বর্ধণ, সিমেন্টেড সিটিং এ্যারেজমেন্ট বৃক্ষ রোপন প্রকল্প, বঙ্গবন্ধু অডিটরিয়াম কমপ্লেক্স, সিসিটিভি স্থাপন প্রকল্প, শের-ই-বাংলা সড়ক বিসি দ্বারা উন্নয়ন (নথুল্লাবাদ ব্রিজ থেকে কুদঘাটার পুল পর্যন্ত), রাজাবাহাদুর সড়কের সৌন্দর্য বর্ধণ ও বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন গ্রিন সিটি পার্ক নির্মাণ প্রকল্প।

সূত্রে আরও জানা গেছে, বিসিসি’র কাছে সাবেক মেয়রের সময়কার ওই প্রকল্পগুলোর বর্তমান কী অবস্থা, কাজের অগ্রগতি, চুক্তিমূল্য, চূড়ান্ত বিল ও ঠিকাদারের নাম, ঠিকানাসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্যে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়